জেলা কমিটির সিদ্ধান্ত মেনে বোলপুর শহর তৃণমূলের সভাপতি করা হল দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক নরেশ বাউরিকে। দীর্ঘ দিন পরে দলের পদ পেয়ে খুশি প্রাক্তন বিধায়ক।
বিধানসভা নির্বাচনের পরে এ বারে তৃণমূলের নজরে পুরসভার ভোট। বিধানসভা নির্বাচনে জেলার ১১টি আসনের মধ্যে ১০টি আসনে তৃণমূল জয় পেলেও বীরভূমের অধিকাংশ পুরসভা এলাকার ছবিটা উজ্জ্বল নয়। তাই ভোটের আগে যে সমস্ত জায়গায় এখনও সংগঠন দুর্বল রয়েছে, সেই সমস্ত জায়গায় সংগঠনকে মজবুত করতে দলের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বদল আনা হয়েছে সাংগঠনিক নানা পদেও।
বোলপুর শহরের সভাপতি পদে এত দিন দায়িত্বে ছিলেন শ্যামসুন্দর কোনার। এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এর পর থেকে শহর সভাপতি পদ ফাঁকা ছিল। কয়েক দিন আগে জেলা কমিটির বৈঠকে সেই পদে কাকে বসানো যায়, তা নিয়ে আলোচনা হয়। এরপরই শনিবার জেলা কমিটির তরফে বোলপুরের শহর সভাপতি পদের জন্য নরেশ বাউরির নাম ঘোষণা করা হয়। তৃণমূলের একটি মহল জানাচ্ছে, বিধানসভা নির্বাচনের টিকিট না পাওয়ার পরে শুরুতে কিছুটা হলেও বেসুরো হলেও দলবদল করতে দেখা যায়নি। টিকিট না পাওয়ার পরেও বিধানসভা নির্বাচনে প্রার্থীর হয়ে প্রচারও করতে দেখা যায় প্রাক্তন বিধায়ককে। তাই পুরসভা নির্বাচনের আগে সেই নরেশেই আস্থা রাখল দল।