বিতর্ক পিছু ছাড়ছে না ঝালদা পুরসভার। ত্রিফলা আলো কেনা নিয়ে এ বার তৃণমূল পরিচালিত পুরসভাকেই কাঠগড়ায় তুললেন দলের ঝালদা শহর নেতৃত্ব। শহরের বিভিন্ন রাস্তায় ত্রিফলা আলো লাগানো হলেও পুরসভা বিধি মেনে সেই আলো কেনা হয়নি বলে অভিযোগ তুলে জেলাশাসককে চিঠি দিলেন তৃণমূলের ঝালদা শহর কমিটির সভাপতি দেবাশিস সেন।
ঝালদা পুরসভার অন্দরে দলীয় কাউন্সিলরদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি নতুন নয়। পুরপ্রধান সুরেশ অগ্রবালের বিরুদ্ধে দলের কাউন্সিলরদের একাংশ বিরোধীদের সঙ্গে অনাস্থা এনেছিলেন গত মে মাসে। প্রশাসন এই প্রস্তাবের প্রেক্ষিতে অনাস্থা বৈঠকের দিনও ঠিক করে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে অনাস্থা ঠেকানো গেলেও পুরপ্রধানকে দু’মাসের জন্য ছুটিতে যেতে হয়। পুরপ্রধান ছুটি কাটিয়ে ফিরলেও পুরসভার অন্দরে এখনও দুই পক্ষের ফিসফিসানি অব্যাহত।
এ বার অবশ্য আর কাউন্সিলরেরা নন, পুরসভাকে কাঠগড়ায় তুলেছেন খোদ শাসক দলের শহর কমিটির সভাপতিই। দেবাশিসবাবুর দাবি, গত জানুয়ারি মাসে প্রথমে সুরেশবাবু একশো ত্রিফলা ও দু’টি হাইমাস্ট আলো কিনলেন। পরবর্তীকালে সুরেশবাবু যখন ছুটিতে ছিলেন, তখন উপপুরপ্রধান কাঞ্চন পাঠক আরও দু’শো ত্রিফলা ও তিনটি হাইমাস্ট আলো কিনেছেন। তাঁর অভিযোগ, ‘‘দু’টি ক্ষেত্রেই এই আলোগুলি কেনার জন্য পুরসভা দরপত্র আহ্বান করেনি। এটা কী ভাবে সম্ভব? পুরসভাকে তো কেনার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। এ ক্ষেত্রে তা মানা হয়নি। তাই আমি জেলাশাসককে চিঠি দিয়ে তদন্তের দাবি জানিয়েছি।’’