সিউড়ির ডিআরডিসি ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই উপলক্ষে এ দিন সকালে সিউড়ির সরকারি হোম থেকে বাসস্ট্যান্ড হয়ে ডিআরডিসি হল পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় হোমের আবাসিকদের পাশাপাশি অন্যান্য পড়ুয়া এবং বিভিন্ন সরকারি আধিকারিকরা শামিল হয়েছিলেন। এর পরে ডিআরডিসি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিউড়ি মূক-বধির বিদ্যালয় এবং শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেসের পড়ুয়ারা যোগ দেন এ দিনের অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কৌশিক সিংহ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও শিক্ষাবিদ। অনুষ্ঠানে মূক-বধির বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি নৃত্যানুষ্ঠান এবং হোমের আবাসিকেরা একটি নাটক পরিবেশন করেন। প্রশাসনের দাবি, বিগত কয়েক দশকে বীরভূম জেলা তথা রাজ্যে সাক্ষরতার হার অনেকটাই বেড়েছে। তবে যতদিন না সাক্ষরতা একশো শতাংশে পৌঁছয়, ততদিন সাক্ষরতা প্রসারের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে৷ সমাজের প্রবীণ নাগরিকদের সাক্ষরতার গুরুত্ব নিয়েও অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়। প্রত্যেকটি মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসতে কী কী সরকারি প্রকল্প রয়েছে, তা নিয়েও আলোচনা করেন আধিকারিকেরা। তাঁদের বক্তব্য, সাক্ষরতার মধ্য দিয়ে প্রকৃত শিক্ষার বিস্তার ঘটলে তবেই সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। তাই, এই দিনটি পালন এবং এর গুরুত্ব বোঝা খুবই জরুরি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)