ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন ‘দলবদলু’রা তৃণমূলে ফিরতে চাইলে, তাঁদের নেওয়া হবে না। শনিবার বাঁকুড়ায় এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এ দিন বাঁকুড়ার রবীন্দ্রভবনে ছাত্র সমাবেশে কল্যাণ বলেন, “যে যেতে চাইছে, তাঁকে যেতে দিন। দেখবেন, ফের ভোটে জিতে দিদি যখন শপথ নেবেন, তখন আবার সুড়সুড় করে লাইন দিয়ে এরা তৃণমূলে ফিরে আসতে চাইবে। তবে তখন দিদিকে আমরা সবাই মিলে বলব, ‘আর যা-ই করো, এই বেইমানগুলোকে আর দলে নিও না’’।” দলের ছাত্র এবং যুব সংগঠনের কর্মীদের প্রতি তাঁর বার্তা, “রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের তালিকা কেবল মানুষের ঘরে দিয়ে এলেই চলবে না। ওটা নিজেও পড়তে হবে, ঘরে-ঘরে গিয়ে অন্যদেরও পড়ে শোনাতে হবে।”
বাঁকুড়ার পরে বিকেলে কল্যাণ বিষ্ণুপুর শহরে দলের মিছিলে যোগ দেন। বিষ্ণুপুরের প্রাক্তন পুরপ্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায় নয় বিদায়ী কাউন্সিলরকে নিয়ে সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এ দিন বিষ্ণুপুর শহরের মিছিল থেকে যাঁরা দল বদলেছেন, তাঁদের কটাক্ষ করেন কল্যাণ।