Advertisement
১৯ জুন ২০২৪
দাবি পঞ্চায়েত সমিতির সদস্যার

গাড়ির পিছু নিয়ে ‘হামলা’র চেষ্টা

এক পঞ্চায়েত সমিতির সদস্যার গাড়ির পিছু নিয়ে মোটরবাইক আরোহী কয়েক জন দুষ্কৃতী ধারালো অস্ত্র ও বোমা নিয়ে আক্রমণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠল। বুধবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মহম্মদবাজারের সোঁতশাল-দেউচার মাঝে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।

অভিযোগকারী আরজিনা বিবি। বুধবার বোলপুরে তোলা নিজস্ব চিত্র।

অভিযোগকারী আরজিনা বিবি। বুধবার বোলপুরে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মহম্মদবাজার শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০০:০৮
Share: Save:

এক পঞ্চায়েত সমিতির সদস্যার গাড়ির পিছু নিয়ে মোটরবাইক আরোহী কয়েক জন দুষ্কৃতী ধারালো অস্ত্র ও বোমা নিয়ে আক্রমণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠল। বুধবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মহম্মদবাজারের সোঁতশাল-দেউচার মাঝে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির ওই সদস্যা তৃণমূলের আরজিনা বিবির দাবি, ‘‘চার মটরবাইকে চেপে দুষ্কৃতীরা তাঁর গাড়ি ঘিরে আক্রমণের চেষ্টা করে। চালক জোরে গাড়ি চালানোয় এবং রাস্তায় পুলিশের টহল ভ্যান থাকায় গাড়ির সকলে কোনওরকমে প্রাণে বেঁচে যাই।’’ তাঁর দাবি, মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও জানানো হয়। যদিও কোনও এফআইআর হয়নি বলেই জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বেলা পৌনে এগারোটা নাগাদ আরজিনা বিবি দু’জন আত্মীয়কে সঙ্গে নিয়ে দলীয় কাজে গাড়ি করে বোলপুর যাচ্ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে। তাঁর দাবি, ‘‘রাস্তার ধারের একটি হোটেলের কাছ থেকে দু’টি মোটরবাইকে করে চারজন আমাদের পথ আটকানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে আরও দুটি বাইকে আরও চারজন। আট দুষ্কৃতী বাইক নিয়ে একেবারে আমার গাড়ির জানালার কাছে চলে আসে। ধারালো অস্ত্র ও বোমা বের করে। বেগতিক বুঝে চালককে জোরে গাড়ি চালাতে বলি। ওরাও বাইক নিয়ে পিছনে তাড়া করে।’’ আরজিনা বিবির দাবি, এর পরেই রাস্তায় পুলিশের টহলদারি ভ্যান দেখেন তিনি। এবং দুষ্কৃতীরা পুলিশের ভ্যান দেখে পালায়।

এ দিন তিনি ঘটনার পরে গাড়ি নিয়ে মহম্মদবাজার দলীয় কার্যালয়ে যান। তাঁর অভিযোগ, রোজ শেখ, কাজল শেখ, সিরাতুল শেখ ওরফে ইন্দা, কুরবান শেখ, চটাই শেখ (ডাকনাম), জামিরুল শেখ, আজারুল শেখ ও আমিরুল শেখ— ছিল এ দিনের ওই দুষ্কৃতী দলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার সূত্রপাত বছর দেড়েক আগে। সোঁতশাল গ্রামের সপ্তম শ্রেণির ছাত্র মহম্মদ ইসমাইল ওরফে নয়ন নামে এক নাবালক খুন হয়। সে সময় আরজিনা বিবিরা দলগতভাবে ওই খুনের প্রতিবাদ করেন। তাঁদের দাবি, তারপর থেকেই খুনে মুল অভিযুক্ত ইকবাল শেখ ওরফে টিসনের দলবল মাঝে মধ্যেই এলাকায় বোমাবাজি ও ঝামেলা পাকাচ্ছে। এ দিনের ঘটনাও তাঁদেরই। এ দিন টিসন শেখের ভাই অভিযুক্ত রোজ শেখের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, ‘‘আমি বর্ধমানে আছি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এ দিন কোনও ঘটনাই ঘটেনি।’’

পুলিশের দাবি, এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তারা তদন্ত শুরু করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC miscreants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE