Advertisement
০২ মে ২০২৪

যুব তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বাঁকুড়া জেলার বিভিন্ন অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কলহ নতুন নতুন এলাকায় ফের ছড়াচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোতুলপুর ব্লক যুব তৃণমূল সভাপতি বাসুদেব মুখোপাধ্যায় থানায় অভিযোগ করলেন, নেতাজি মোড়ে তাঁদের পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূলের ব্লক সভাপতি প্রবীর গড়াইয়ের অনুগামীরা।

নিজস্ব সংবাদদাতা
কোতুলপুর শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০২:৩৮
Share: Save:

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বাঁকুড়া জেলার বিভিন্ন অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কলহ নতুন নতুন এলাকায় ফের ছড়াচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোতুলপুর ব্লক যুব তৃণমূল সভাপতি বাসুদেব মুখোপাধ্যায় থানায় অভিযোগ করলেন, নেতাজি মোড়ে তাঁদের পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূলের ব্লক সভাপতি প্রবীর গড়াইয়ের অনুগামীরা। মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, ‘‘তালা ভেভে অফিসের রেজিস্ট্রার খাতা ছিঁড়ে দেওয়া হয়েছে। কিছু চেয়ারও নিয়ে পালিয়েছে ওঁরা। ২৪ ঘণ্টার মধ্যে প্রবীর গড়াইয়ের ওই অনুগামীদের পুলিশ না ধরলে আমরা পথ অবরোধে নামব।’’

উল্লেখ্য, বাসুদেববাবু তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি নিমাই ঘোষের অনুগামী হিসেবে পরিচিত। নিমাইবাবু বলেন, “এ ধরণের গুন্ডামি আমরা মেনে নেব না। সাধারণ মানুষও মানবেন না।” ঘটনার কথা স্বীকার করে জেলা তৃণমূল যুব সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, “কোতুলপুরের হামলার ঘটনাটি আমি শুনেছি। ঠিক কী হয়েছে তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে দলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলব।” তবে বহু চেষ্টা করেও মোবাইলে প্রবীরবাবুকে পাওয়া যায়নি। দলের জেলা কোর কমিটির সদস্য তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী বলেন, “বিষয়টি আমার জানা নেই। জেলা যুব সভাপতির কাছে খোঁজ নেব।” পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE