Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Visva Bharati University

ভাষা দিবস পালনে প্রস্তুতি বিশ্বভারতীর

কয়েক বছর ধরে বিশ্বভারতী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করছে। বিশ্বভারতী সূত্রের খবর, বাংলাদেশ ভবন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জাতীয় সংহতি কেন্দ্র এবং বাংলাদেশ ভবন যৌথ ভাবে মাতৃভাষা দিবস উদ্‌যাপনের আয়োজন করে আসছে।

Visva Bharati University

বাংলাদেশ ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠানের প্রস্তুতি। মঙ্গলবার। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২৮
Share: Save:

প্রতি বছরের মতো এ বছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে চলেছে বিশ্বভারতী। বুধবার বাংলাদেশ ভবন এবং ইন্দিরা ভবনে চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি।

কয়েক বছর ধরে বিশ্বভারতী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করছে। বিশ্বভারতী সূত্রের খবর, বাংলাদেশ ভবন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জাতীয় সংহতি কেন্দ্র এবং বাংলাদেশ ভবন যৌথ ভাবে মাতৃভাষা দিবস উদ্‌যাপনের আয়োজন করে আসছে।

এ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বভারতী। তাতে জানানো হয়েছে, বুধবার সকাল ৮:১০ মিনিট নাগাদ আন্তর্জাতিক অতিথি সদন থেকে বাংলাদেশ ভবন পর্যন্ত একটি পদযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। পদযাত্রা শেষে বাংলাদেশ ভবনে শহিদ বেদীতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে। সেখানে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের। সকালে প্রথম পর্যায়ে অনুষ্ঠান শেষ সন্ধ্যায় বাংলাদেশ ভবনের অডিটোরিয়ামে দ্বিতীয় পর্যায়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে। এ দিন পড়ুয়ারা আলপনা দিয়ে সাজিয়ে তুলেছেন বাংলাদেশ ভবন, আন্তর্জাতিক অতিথি সদনের রাস্তার সামনের অংশ-সহ ইন্দিরা ভবনও। বাংলাদেশ ভবনের অধিকর্তা মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেন, “প্রতি বছরের মতো যথোচিত মর্যাদায় এ বারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। যার জন্য আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE