Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৩
Birbhum

Birbhum: স্বামী টাকা পাঠাননি সাত মাস, কীর্ণাহারে তিন সন্তানকে বিষ খাওয়ালেন মা! মৃত্যু ২ মেয়ের

কর্মসূত্রে আরবে রয়েছেন স্বামী। অর্থাভাবে নাবালক সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করলেন মা। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারে।

অভাবের তাড়নায় আত্মহত্যার চেষ্টা।

অভাবের তাড়নায় আত্মহত্যার চেষ্টা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কীর্ণাহার শেষ আপডেট: ২৮ মে ২০২২ ১০:১০
Share: Save:

কর্মসূত্রে আরবে থাকা স্বামী প্রায় সাত মাস বাড়িতে কোনও টাকা পাঠাননি। অর্থাভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অভাবের তাড়নায় তিন সন্তানকে বিষ খাইয়ে, নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। এমনই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের কীর্ণাহার থানার কালীনগর গ্রামে।পুলিশ সূত্রে খবর, কালীনগরের একই পরিবারের ৪ সদস্য বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হাসি খাতুল। তার বয়স মাত্র ১৩ বছর। বাড়ির ১০ বছর বয়সী খুদে সদস্য খুশি খাতুনও মারা গিয়েছে। পাশাপাশি, মা সেরিনা বিবি এবং ছেলে ইরফান সেখ, আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, সেরিনা বিবির শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের সুন্দরপুর। স্বামী হোসেন সেখ প্রায় ৫ বছর ধরে কর্মসূত্রে আরবে রয়েছেন। কিন্তু প্রায় ৭ মাস বাড়িতে কোনও টাকা পাঠাননি তিনি। এ নিয়ে ফোনে স্বামী-স্ত্রীর ঝগড়া হত বলে খবর। শুক্রবার সন্ধ্যাতেও তেমনই কিছু হয়। এর পর ছেলেমেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করেন সেরিনা।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় দুই মেয়ের।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE