ভাঙচুরের পরে এ বার মদের দোকান উচ্ছেদের দাবিতে অবরুদ্ধ হল চাষমোড়-তুলিন রাজ্য সড়ক। বুধবার দুপুর থেকে ওই দাবিতে ঘণ্টা তিনেক যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এই রাজ্য সড়কে। কোটশিলার হাটতলা এলাকায় দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত অবরোধ চলে। এলাকার স্বনির্ভর দলের মহিলাদের সঙ্গে এই অবরোধে নেতৃত্ব দেয় আদিবাসী কুড়মি সমাজ। বিভিন্ন গ্রামের কয়েকশো মহিলা রাস্তার উপর বসে পড়েন। তাঁদের হাতের প্ল্যাকা র্ডে লেখা, গ্রামে গ্রামে অবৈধ মদভাটি বন্ধ করতে হবে।
আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতোর অভিযোগ, জাতীয় ও রাজ্য সড়কের পাশের মদের দোকান বন্ধ রাখার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কোটশিলায় রাজ্য সড়কের পাশের মদের দোকান মাঝে মাঝে খুলছে। অথচ প্রশাসন নির্বিকার।
তা ছাড়া, এলাকার গ্রামে গ্রামে নিত্যনতুন অবৈধ মদের ঠেক গজিয়ে উঠছে। প্রশাসনকে অবিলম্বে তা বন্ধ করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের দীর্ঘ অবরোধের জেরে এ দিন রাঁচিগামী একমাত্র রাস্তার দু’পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। জেলা পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। অজিতবাবু বলেন, ‘‘আমাদের দাবি মেনে রাজ্য সড়কের ধারের মদের দোকানটি প্রশাসন তালা বন্ধ করে দিয়েছে।’’ তার পরে অবরোধ ওঠে।