Advertisement
১৯ মে ২০২৪

আবর্জনায় ভোটার কার্ড

রাস্তার পাশে আবর্জনার স্তূপের মধ্যে মিলল হাজার দুয়েক সচিত্র ভোটার পরিচয় পত্র। খোদ পুরুলিয়া শহরের মানভূম ক্রীড়া সংস্থার মাঠ লাগোয়া ভগত সিংহের মূর্তির কাছে রবিবার সকালে কার্ডগুলি দেখতে পাওয়া যায়। রাস্তার পাশে এত পরিমাণ পরিচয় পত্র পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে আবর্জনার মধ্যে থেকে ভোটার পরিচয় পত্রগুলি উদ্ধার করে নিয়ে যায়।

উদ্ধার হওয়া কার্ড। নিজস্ব চিত্র

উদ্ধার হওয়া কার্ড। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ০০:৫৪
Share: Save:

রাস্তার পাশে আবর্জনার স্তূপের মধ্যে মিলল হাজার দুয়েক সচিত্র ভোটার পরিচয় পত্র। খোদ পুরুলিয়া শহরের মানভূম ক্রীড়া সংস্থার মাঠ লাগোয়া ভগত সিংহের মূর্তির কাছে রবিবার সকালে কার্ডগুলি দেখতে পাওয়া যায়। রাস্তার পাশে এত পরিমাণ পরিচয় পত্র পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে আবর্জনার মধ্যে থেকে ভোটার পরিচয় পত্রগুলি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মোট ১৮০০টি সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের কাছে রিপোর্ট দেওয়া হবে। জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, “ওগুলি বাতিল হয়ে যাওয়া পরিচয়পত্র। তবে নষ্ট করে দেওয়ার কথা। কিন্তু রাস্তার পাশে কী ভাবে গেল খতিয়ে দেখা হচ্ছে। যার গাফিলতিতে এই কাণ্ড তাকে চিহ্নিত করা হচ্ছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১১টা নাগাদ প্রথমে এক পথচারী কার্ডগুলি পড়ে থাকতে দেখেন। বাসিন্দাদের প্রশ্ন, কী ভাবে এত কার্ড বাইরে চলে এলো তা প্রশাসনের তদন্ত করে দোষীকে কড়া সাজা দেওয়া দরকার। কেন না এই পরিচয়পত্রগুলির অপব্যবহারও হতে পারত। ভারপ্রাপ্ত জেলা নির্বাচন আধিকারিক প্রবীর ঘোষ বলেন, “রাস্তার ধারে সচিত্র ভোটার পরিচয় পত্র যাওয়ার কথা নয়। পুলিশের কাছ থেকে রিপোর্ট পেলে খতিয়ে দেখা হবে কী ভাবে ওই পরিচয় পত্রগুলি ওখানে গেল।” প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কার্ডগুলি ২০০০ সালের আগে তৈরি হয়েছিল। ত্রুটিযুক্ত কার্ড জমা দিয়ে ভোটাররা সংশোধিত কার্ড নিয়েছিলেন। পরে ওই ত্রুটিযুক্ত কার্ড নষ্ট করে দেওয়ার নিয়ম। কিন্তু তা না হয়ে কার্ডগুলি রাস্তায় কী ভাবে গেল? সে প্রশ্নের জবাব মেলেনি। জেলাশাসক জানান, তদন্তে যার দোষ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cancelled voter identity card purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE