Advertisement
০৫ মে ২০২৪
পুরুলিয়া

গণধর্ষিতাকে ফেরাল মহিলা থানাও

পঞ্চায়েত অফিসের দোতলায় এক সন্ন্যাসিনীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে নাম জড়াল তৃণমূলের অঞ্চল সভাপতির। নির্যাতিতার অভিযোগ, প্রথমে হুড়া থানা, পরে পুরুলিয়ার মহিলা থানা তাঁর অভিযোগ না নিয়ে তাঁকে বারবার ফিরিয়ে দিয়েছে। ঘটনার আট দিন পরে তিনি শেষ পর্যন্ত পুলিশ সুপারের অফিসে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। আজ, শুক্রবার, তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন।

নিজস্ব সংবাদদাতা
হুড়া শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৪ ০১:৫১
Share: Save:

পঞ্চায়েত অফিসের দোতলায় এক সন্ন্যাসিনীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে নাম জড়াল তৃণমূলের অঞ্চল সভাপতির। নির্যাতিতার অভিযোগ, প্রথমে হুড়া থানা, পরে পুরুলিয়ার মহিলা থানা তাঁর অভিযোগ না নিয়ে তাঁকে বারবার ফিরিয়ে দিয়েছে। ঘটনার আট দিন পরে তিনি শেষ পর্যন্ত পুলিশ সুপারের অফিসে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। আজ, শুক্রবার, তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন।

বছর পঁচিশের ওই মহিলা হুড়ার একটি ছোট্ট আশ্রমে থাকেন। তাঁর দাবি, গত ২৪ নভেম্বর তিনি ভিক্ষা সেরে সন্ধ্যার দিকে কলাবনী পঞ্চায়েত ভবনের পাশ দিয়ে আশ্রমে ফিরছিলেন। সেই সময়ে তিন জন তাঁকে টেনে পঞ্চায়েত ভবনের দোতলায় নিয়ে যায়। তিনি বলেন, “ওই তিন জনের মধ্যে এক জন তৃণমূলের অঞ্চল নেতা বিপ্লব মণ্ডল, অন্য জন ওই পঞ্চায়েতের চৌকিদারের ছেলে তাবুল সর্দার। বাকি এক জনকে চিনতে পারিনি। ওরা তিন জনে আমার মুখে কাপড় চাপা দিয়ে পঞ্চায়েতের দোতলায় ধর্ষণ করে।” ওই মহিলার দাবি, ভোরের দিকে বিপ্লব মোটরবাইকে তাঁকে আদ্রায় ছেড়ে দিয়ে আসে। “বিপ্লব যাওয়ার আগে আমাকে হুমকি দেয়, কাউকে জানালে আমাকে খুন করে জলে ভাসিয়ে দেবে,” বলেন তিনি।

যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই তৃণমূল নেতা বিপ্লব মণ্ডল এ দিন দাবি করেছেন, “ওই আশ্রমের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আমি তার প্রতিবাদ করেছিলাম। এ ছাড়া ওই মহিলা পঞ্চায়েতের একটি শংসাপত্র চেয়েছিলেন। আমি তাতে গা করিনি। তাই মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হচ্ছে।” অন্য অভিযুক্ত তাবুল সর্দার জানান, তাঁর বাবা পঞ্চায়েতের চৌকিদার। বাবা অসুস্থ থাকায় তিনিই চৌকিদারের দায়িত্বে আছেন। পঞ্চায়েতের চাবিও তাঁর কাছে থাকে। কিন্তু ওই পঞ্চায়েতে এমন ঘটনা ঘটেনি। “মিথ্যা অভিযোগে জড়ানো হচ্ছে আমাকে,” দাবি তাঁরও।

ঘটনার পর ওই মহিলা তাঁর উপর অত্যাচারের অভিযোগ জানাতে বারবার থানায় গিয়েছেন। তিনি জানান, ২৫ নভেম্বর এক আশ্রমিককে নিয়ে তিনি হুড়া থানায় যান। কিন্তু এক পুলিশ কর্মী জানিয়ে দেন, বড়বাবু থানায় নেই। তাই তিনি অভিযোগ নিতে পারবেন না। পরদিনও একই অজুহাত দেয় থানার পুলিশ। পুলিশ সুপারকে লিখিত অভিযোগে ওই সন্ন্যাসিনী জানিয়েছেন, ২৫-২৮ নভেম্বর তিনি একাধিক বার হুড়া থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করেন। শেষ অবধি ২ নভেম্বর তিনি পুরুলিয়া মহিলা থানায় যান। কিন্তু ওই থানাতেও তাঁদের জানিয়ে দেওয়া হয়, অভিযোগ নেওয়া হবে না। বুধবার তিনি পুরুলিয়া আদালতে আসেন। আইনজীবীদের পরামর্শে সে দিন তিনি পুলিশ সুপারের অফিসে যান। তাঁকে না পেয়ে কর্মীদের কাছে অভিযোগ জমা দিয়ে আসেন।

ধর্ষণের অভিযোগ দায়ের করতে গিয়ে কেন এতবার ঘুরতে হল মহিলাকে? পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার এ দিন বলেন, “ওই দু’টি থানার বিরুদ্ধে তাঁকে ফিরিয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা দেখা হচ্ছে। ঘটনাটি নিয়েও খোঁজ শুরু হয়েছে।” হুড়া থানা মন্তব্য করতে চায়নি। পুরুলিয়া মহিলা তদন্ত কেন্দ্রের ডিউটি অফিসার এ দিন দাবি করেছেন, তাঁর কাছে ওই মহিলা যাননি। ওসি-ও ছুটিতে রয়েছেন। ফলে মহিলার অভিযোগের সত্যতা সম্পর্কে তাঁরা কিছুই জানাতে পারেননি।

ওই মহিলার আইনজীবী দেবদত্ত মুখোপাধ্যায় বলেন, “নারী নির্যাতনের মতো অভিযোগ বাড়তি গুরুত্ব দিয়ে দেখার জন্যই মহিলা থানা গড়া হয়েছে। কিন্তু সেই থানার কর্মীরাও কেন অভিযোগ নিলেন না তা বোধগম্য নয়। এটা গুরুতর অভিযোগ।”

তবে ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ জানাতে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগকারীকে ফিরিয়ে দেওয়ার নজির এ রাজ্যে কম নেই। বাঁকুড়ার বড়জোড়ায় এক মহিলা বেশ কয়েক মাস আগে শ্লীলতাহানির অভিযোগ করতে গিয়ে নাকাল হন। জায়গাটি কোন থানার মধ্যে পড়বে, তা নিয়ে বিভ্রান্তিতে দুই থানা তাঁকে কয়েকদিন ধরে ঘোরায়। কয়েক মাস আগে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা দলেরই এক নেতা ও তার সঙ্গীদের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ জানাতে থানায় গিয়ে হয়রানির শিকার হন বলে অভিযোগ। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, কেউ অভিযোগ নিয়ে গেলে থানা তা গ্রহণ করবে। ধর্ষণের অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

এ দিন দুপুরে কলাবনী পঞ্চায়েত অফিসে গিয়ে তৃণমূলের প্রধান যমুনা মণ্ডলকে পাওয়া যায়নি। ফোনও ধরেননি। পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী গৌতম চট্টোপাধ্যায় জানান, আজ শুক্রবার তাঁরা কয়েক জন আইনজীবী ওই মহিলাকে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিষ্ট্রেটের কাছে নিয়ে গিয়ে অভিযোগ জানাতে সাহায্য করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gang raped hura mahila ps
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE