পুরুলিয়া জেলা পুলিশের সহায়তায় ও মানবাজার থানার পরিচালনায় গোপালনগর এ টি হাইস্কুলের মাঠে একদিনের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। মানবাজার থানার ওসি শেখর মিত্র জানিয়েছেন, মোট ৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। খেলার চূড়ান্ত পর্বে মানবাজার দিশা মেস ফুটবল টিম মাঝিহিড়া ইউনিভার্সাল ক্লাবকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানবাজার ১ বিডিও সত্যজিৎ বিশ্বাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক কালীপদ সোরেন, বিদ্যুৎ বন্টন সংস্থার স্টেশন ম্যানেজার বিজন দুয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।