Advertisement
১৯ মে ২০২৪

ট্রাক ধর্মঘট, অমিল সামগ্রী

ট্রাক মালিকদের ধর্মঘটে বাজারে ঢুকছে না নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এমনটাই অভিযোগ করলেন রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলের স্থানীয় স্থানীয় খুচরো ব্যবসায়ীরা। পাথর ব্যবসায়ী আর ট্রাক মালিকদের অন্তর্দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সন্ধ্যে থেকে রাজগ্রামে সমস্ত রকম ব্যবসায়িক দ্রব্যের চলাচল বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
মুরারই শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০১:৩০
Share: Save:

ট্রাক মালিকদের ধর্মঘটে বাজারে ঢুকছে না নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এমনটাই অভিযোগ করলেন রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলের স্থানীয় স্থানীয় খুচরো ব্যবসায়ীরা। পাথর ব্যবসায়ী আর ট্রাক মালিকদের অন্তর্দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সন্ধ্যে থেকে রাজগ্রামে সমস্ত রকম ব্যবসায়িক দ্রব্যের চলাচল বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। শুধু আলু, পেঁয়াজ, সরষের তেল নয়। রাজগ্রাম ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সম্পাদক গোবিন্দলাল বিশ্বাস বলেন, “রাজগ্রাম রেলগেটের কাছে ট্রাক মালিকেরা ট্রাক দাঁড় করিয়ে রাখার জন্য শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসই নয়, রাজগ্রাম এলাকায় লোহার রড, সিমেন্ট ব্যবসায়ীদের গাড়িও ঢুকছে না।” তিনি অভিযোগ করেন পুলিশ ও প্রশাসনকে জানিয়েও আজ পর্যন্ত কোনও কাজ হয়নি। অন্য দিকে, রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাওয়া ট্রাক মালিকদের বক্তব্য, সরকার পাথর ব্যবসায়ী মালিক সমিতিকে তাদের কারখানা থেকে মাল বিক্রি করার জন্য ট্রানজিট চালান দেওয়ার অনুমতি দিয়েছে। সেখান থেকে চালান না কেটে পাথর ব্যবসায়ীরা রাস্তায় চালান কাটছে। তাঁরা দাবি করেন, রাস্তায় চালান না কেটে তাদের কারখানা থেকে যেন চালান দেওয়া হয়। তাঁরা আরও বলেন, “আমরা যদি অন্যায় দাবি করে ধর্মঘট করে থাকি, তাহলে পুলিশ বা প্রশাসন আমাদের প্রতি ব্যবস্থা নিচ্ছে না কেন?” রাজগ্রাম পাথর ব্যবসায়ী মালিক সমিতির সম্পাদক আসগার আলি বলেন, “ট্রাক মালিকেরা সরকারকে ফাঁকি দিতে চাইছে। ওরা মালিকদের নামে ভুয়ো চালান ছাপিয়ে মাল নিয়ে যাচ্ছে। আমরা এটা বন্ধ করার জন্যই রাস্তায় চালান কাটার ব্যবস্থা করেছি। তাতেই ওরা ট্রাক বন্ধ করেছে।” পাথর ব্যবসায়ী মালিকদের নামে ভুয়ো চালান প্রসঙ্গে রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে ব্যবসা করা ট্রাক মালিক মোজাম্মেল খান বলেন, “আমরা যদি পাথর ব্যবসায়ীদের নামে ভুয়ো চালান ছাপিয়ে থাকি, তাহলে প্রশাসন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাথর ব্যবসায়ীরা লোক লাগিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন?” রাজগ্রাম বাজার এলাকার মুদির দোকানের মালিক শঙ্কর সাহু বলেন, “গ্যাসের গাড়ি দাঁড়িয়ে আছে। এর ফলে এলাকার মানুষ সমস্যায় পড়েছে।” অন্য দিকে মুরারই থানার অফিসার ইন চার্জ মাধব মণ্ডল দাবি করেন, রাজগ্রাম বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বা অন্যান্য ব্যবসার গাড়ি ঢুকছে না, এ খবর ঠিক নয়। পাথর শিল্পাঞ্চল এলাকায় ট্রাক মালিকেরা গাড়ি ঢোকাচ্ছেন না, সেটা তাঁদের ব্যাপার বলে জানান অফিসার ইন চার্জ। মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম বলেন, “আমি প্রশাসনিক বৈঠকে সিউড়িতে ব্যস্ত আছি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

truck strike non availablity daily items
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE