পরীক্ষায় খারাপ ফল দেখে কলেজে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। বৃহস্পতিবার সকালে সিউড়ি বিদ্যাসাগর কলেজের ঘটনা। বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট ওয়ানের প্রথম বর্ষের ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, মোট ১১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৭০ জন পাশ করেছেন। এর পরেই কেন এমন খারাপ ফল হল, তা নিয়ে উত্তেজিত হয়ে পড়েন পড়ুয়ারা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৃষ্টিধর দাসের কাছে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। পড়ুয়াদের ক্ষোভ, একেই ফল প্রকাশে এত দেরি। তার পরেও নম্বর ওঠেনি। সৃষ্টিধরবাবু বলেন, ‘‘পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশ সম্পূর্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিষয়। পড়ুয়ারা মনে করলে পদ্ধতি মেনে রিভিউয়ের আবেদন জানাতে পারে। খাতাও দেখতে পারে।’’ সেই জবাবে অবশ্য সন্তুষ্ট নন পড়ুযারা। তাঁদের দাবি, বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে। আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে ফল যে খারাপ হয়েছে, সেটা তিনি মেনে নিয়েছেন।