মানভূম শ্রী কালচারাল সোসাইটির উদ্যোগে শাস্ত্রীয় সঙ্গীতের আসর হল। পুরুলিয়া নিস্তারিণী কলেজের প্রেক্ষাগৃহে সম্প্রতি দু’দিনের এই অনুষ্ঠান হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে অংশুমান চক্রবর্তী জানান, অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা। কণ্ঠ সঙ্গীতে ছিলেন মণিকা শাহ, অমরেন্দ্র ধনেশ্বর, প্রসেনজিৎ চক্রবর্তী। হারমোনিয়মে দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং সারেঙ্গিতে বিজয় মিশ্র। অনুষ্ঠানে সুকুমার সাওতা সন্তুর এবং অভীক মুখোপাধ্যায় সেতার পরিবেশন করেন। সরোদ পরিবেশন করেন অপ্রতিম মজুমদার এবং শ্রী গঙ্গোপাধ্যায়। তবলায় সন্তোষ সালভের পাশাপাশি ছিলেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়, পিণাকী চক্রবর্তী, সৌমেন মুখোপাধ্যায়, ইন্দ্রনীল মল্লিক, সংগ্রাম রায় প্রমুখ।