E-Paper

তথ্য যাচাইয়ে অনেকে বাদ পড়লে কী হবে, প্রশ্ন

সোমবার থেকে শনিবার পর্যন্ত চলা এসএসসির একাদশ, দ্বাদশের তথ্য যাচাই প্রক্রিয়ার যা ছবি, তাতে শূন্য পদপিছু ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীর সংখ্যা কমে চলেছে। এসএসসির নতুন চাকরিপ্রার্থী থেকে শুরু করে যোগ্য চাকরিহারা শিক্ষক সব পক্ষ শূন্য পদ বাড়ানোর দাবি করছেন অনেক দিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৪
এসএসসির একাদশ, দ্বাদশের শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে কম-বেশি ৩০০ জনের নথি যাচাই পর্বে ভুল তথ্য বা ভুয়ো নথি মেলার অভিযোগ উঠেছে।

এসএসসির একাদশ, দ্বাদশের শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে কম-বেশি ৩০০ জনের নথি যাচাই পর্বে ভুল তথ্য বা ভুয়ো নথি মেলার অভিযোগ উঠেছে। — ফাইল চিত্র।

এসএসসির একাদশ, দ্বাদশের শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে কম-বেশি ৩০০ জনের নথি যাচাই পর্বে ভুল তথ্য বা ভুয়ো নথি মেলার অভিযোগ উঠেছে। এ ছাড়া এখনও অনুপস্থিত ২০০-র কাছাকাছি প্রার্থী। এর ফলে, এসএসসি-র ইন্টারভিউ তালিকায় ঠাঁই পাওয়া সব পরীক্ষার্থী চূড়ান্ত ইন্টারভিউয়ে ডাক পাবেন কি না, সেই প্রশ্ন উঠেছে। ইন্টারভিউয়ে ডাক না-পাওয়া যোগ্য চাকরিহারা শিক্ষক থেকে সুযোগ না-পাওয়া নতুন পরীক্ষার্থী— সংশ্লিষ্ট অনেকেই এর ফলে নতুন একটি তালিকা প্রকাশের দাবি তুলছেন।

সোমবার থেকে শনিবার পর্যন্ত চলা এসএসসির একাদশ, দ্বাদশের তথ্য যাচাই প্রক্রিয়ার যা ছবি, তাতে শূন্য পদপিছু ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীর সংখ্যা কমে চলেছে। এসএসসির নতুন চাকরিপ্রার্থী থেকে শুরু করে যোগ্য চাকরিহারা শিক্ষক সব পক্ষ শূন্য পদ বাড়ানোর দাবি করছেন অনেক দিন। তথ্য যাচাই প্রক্রিয়ায় বেশ কিছু পরীক্ষার্থী ছিটকে গেলে তাঁদের কেউ কেউ ইন্টারভিউয়ের জন্য দ্বিতীয় দফায় তথ্য যাচাইয়ের ডাক পেতে পারেন বলে কয়েকটি মহলের মত। এসএসসি অবশ্য এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

উচ্চ মাধ্যমিকের ৩৫টি বিষয়ের মধ্যে শনিবার পর্যন্ত মাত্র ছ’টি বিষয়ের তথ্য যাচাই হয়েছে। এখনও বাকি রয়েছে ২৯টি বিষয়ের তথ্য যাচাই। যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। অনেকের অনুমান, তথ্য যাচাইয়ের শেষে ভুয়ো বা অসম্পূর্ণ তথ্য দিয়ে বাতিল হওয়া প্রার্থী এবং অনুপস্থিত প্রার্থী মিলিয়ে সংখ্যাটা হাজার ছাড়িয়ে যেতে পারে।

প্রার্থীরা জানাচ্ছেন, একাদশ-দ্বাদশে শূন্য পদের সংখ্যা ১২,৪৪৫। একাদশ-দ্বাদশে ১০টি শূন্য পদের জন্য এসএসসি ১৬ জন প্রার্থীকে ডাকছে। সেই হিসাবে ১২,৪৪৫টি শূন্য পদের জন্য একাদশ-দ্বাদশে তথ্য যাচাইয়ে ডাক পেয়েছেন ১৯,৯১২ জন। সব সময়েই শূন্য পদের নিরিখে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হয়। প্রশ্ন উঠছে, ইন্টারভিউয়ের চূড়ান্ত তালিকা থেকে আরও অনেকে বাদ পড়লে তথ্য যাচাইয়ের নতুন তালিকা কেন প্রকাশ করবে না এসএসসি?

এসএসসির নতুন চাকরিপ্রার্থীদের অভিযোগ, এমনিতেই অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেয়ে অভিজ্ঞ শিক্ষকেরা তাঁদের থেকে এগিয়ে আছেন। নতুন করে তথ্য যাচাইয়ের তালিকা তৈরি হলে কাট-অফ মার্কস কিছুটা কমবে। ফলে আরও কয়েক জন তথ্য যাচাইয়ের সুযোগ পাবেন। এক বা দুই নম্বরের জন্য তথ্য যাচাইয়ে ডাক পাননি এমন প্রার্থীও অনেকে আছেন। শূন্য পদ বৃদ্ধি এবং অভিজ্ঞদের ১০ নম্বরের সুবিধা না দেওয়ার দাবিতে আজ, সোমবার বেলা ১২টা থেকে শিয়ালদহ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত তাঁরা আবার অভিযান করছেন। নতুন চাকরিপ্রার্থীদের এক জন শিশির দাস বলেন, “পুলিশ ধর্মতলা পর্যন্ত মিছিল করার অনুমতি না দিলে রামলীলা ময়দানের দিকেও হাঁটতে পারি। বিভিন্ন জেলা থেকে অনেকে কলকাতায় চলে এসেছেন।”

অন্য দিকে, চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে সুমন বিশ্বাস বলেন, “একাদশ-দ্বাদশের একশোর বেশি যোগ্য শিক্ষক পরীক্ষায় নম্বর না-পেয়ে চাকরি খুইয়েছেন। নবম-দশমে তাঁদের পড়ানোর বিষয় নেই। সরকারের দায়িত্ব যোগ্য চাকরিহারাদের সবার চাকরি ফেরত দেওয়া। তাই ইন্টারভিউয়ের আগে তথ্য যাচাইয়ের দ্বিতীয় তালিকা প্রকাশের দাবি করছি।”

এ দিকে আজ, সোমবারই নবম দশমের ফল প্রকাশ করবে কমিশন। ফল বেরোতে সন্ধ্যা হয়ে যাবে বলে সূত্রের খবর। তবে সোমবার পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইটে শুধু নিজের নম্বর দেখতে পাবেন। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হবে দিন কয়েক পরে। একাদশ-দ্বাদশের থেকে অনেক বেশি, ২৩,২১২টি শূন্য পদ রয়েছে নবম-দশমে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SSC Recruitment Case Fake Documents

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy