পূর্ব মেদিনীপুরের কাঁথির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। মঙ্গলবার সন্ধ্যায় কাঁথির গণ্ডগোলের খবর কেন্দ্রের কাছে পৌঁছনোর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করেন রাজনাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে টুইট করে জানানো হয়েছে, কাঁথির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনাথ সিংহ। যাঁরা এই গণ্ডগোলের সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেও বলেন তিনি।
এ দিন কাঁথিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা ছিল। ওই সভামঞ্চ থেকেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান অমিত। সভা শেষ হতেই উত্তপ্ত হয়ে ওঠে কাঁথি ও তার সংলগ্ন এলাকা। দফায় দফায় সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
বিজেপির অভিযোগ, সভা শেষে ফেরার পথে তাদের কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। অন্য দিকে, দুরমুঠেও তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পার্টি অফিসের সামনে বেশ কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছে।