Advertisement
E-Paper

‘ন‍্যায়বিচারের’ আর্জি নিয়ে ভাগবত-সমীপে নির্যাতিতার পরিবার, যথাসাধ্য চেষ্টার আশ্বাস দিলেন সঙ্ঘপ্রধান

রবিবার আরজি করের নির্যাতিতার জন্মদিন। মেয়ের জন্য ‘ন্যায়বিচার’ পাওয়ার আশায় পথে নামছেন নির্যাতিতার বাবা-মা। তার আগে শনিবার সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের দেখা করলেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৪
আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার তাঁর সঙ্গে দেখা করেন আরজি করের নির্যাতিতার মা-বাবা।

আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার তাঁর সঙ্গে দেখা করেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। —ফাইল চিত্র।

তাঁকে হারানোর পর রবিবারই তাঁর প্রথম জন্মদিন। ‘ন‍্যায়’ পাওয়ার আশায় রবিবার আবার পথে নামছেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। তার ঠিক আগের দিনই আশা খুঁজে পেতে আরও এক দরজায় কড়া নেড়ে এলেন তাঁরা। শনিবার আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন তাঁরা। আর্জি একটাই, ন‍্যায় যেন মেলে। সঙ্ঘপ্রধান তাঁদের আশ্বাস দেন, যথাসাধ্য চেষ্টা করবেন।

ধর্ষণ এবং হত‍্যকাণ্ডের ছ’মাস পূর্ণ হচ্ছে যে দিন, ঘটনাচক্রে সে দিনই জন্মদিন আরজি করের নির্যাতিতার। ইতিমধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষিত হয়েছে। কিন্তু অন‍্যান‍্য অভিযুক্তের বিচার এখনও বাকি। নির্যাতিতার পরিবারের বক্তব‍্য, তদন্তে অনেক ‘খামতি’ রয়ে গিয়েছে। সে সব মিটিয়ে আরও গভীরে গিয়ে তদন্ত হোক এবং অন‍্যান‍্য অভিযুক্তের শাস্তি সুনিশ্চিত হোক। এমনই দাবি বার বার করে আসছেন তাঁরা। শনিবার সঙ্ঘপ্রধানের সঙ্গে দেখা করেও একই আর্জি জানিয়েছেন ওই দম্পতি।

মেয়ের জন‍্য ‘ন‍্যায়’ চেয়ে এর আগে তাঁরা বিধানসভার বিরোধী দলনেতার কাছে সিবিআই তদন্তের ‘খামতি’ নিয়ে অভিযোগ জানিয়েছেন। কখনও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ করেছেন সিবিআইয়ের এক আধিকারিকের ‘ভূমিকা’ সম্পর্কে। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছেও নিজেদের দাবি পেশ করে এসেছেন। এ বার সেই তালিকায় যোগ হল সরসঙ্ঘচালক ভাগবতের নামও। গত বৃহস্পতিবার কলকাতায় এসেছেন ভাগবত। থাকবেন ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সঙ্ঘ সূত্রের খবর, আরএসএস প্রধান কলকাতায় রয়েছেন জেনে তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সে কথা জানতে পেরে ঠাসা কর্মসূচির মাঝেও ভাগবত সময় বার করেন। নিউ টাউনের যে অতিথি নিবাসে তিনি রয়েছেন, সেখানেই তাঁর সঙ্গে নির্যাতিতার পরিবারের দেখা করানোর ব্যবস্থা হয়। আধ ঘণ্টার মতো কথোপকথন হয়।

পরে নির্যাতিতার বাবা আনন্দবাজার অনলাইনকে বলেন, “আমাদের তো একটাই দাবি। আমরা মেয়ের জন‍্য ন‍্যায়বিচার চাই। মোহন ভাগবতের কাছেও সে কথাই বলেছি। আমাদের মেয়েটা যাতে ন‍্যায় পায়, সেই ব্যবস্থা করুন। অপরাধীরা সবাই যাতে শাস্তি পায়, সেটা কী ভাবে নিশ্চিত করা যায় দেখুন।” আর্জি শুনে ভাগবত কী বলেছেন? নির্যাতিতার বাবার কথায়, “যা কিছু ওঁর পক্ষে করা সম্ভব, উনি তা করবেন বলেছেন। যথাসাধ্য চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।”

আরএসএসের তরফেও শনিবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে ভাগবতের সঙ্গে নির্যাতিতার পরিবারের সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে। তারা জানিয়েছে, সকাল ১১টা ১৫ মিনিটে নির্যাতিতার পরিবারের সদস‍্যেরা সরসঙ্ঘচালকের সঙ্গে দেখা করেছেন। সঙ্ঘের দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়ের পাঠানো বিবৃতি অনুযায়ী, ‘সরসঙ্ঘচালক এই রকম নৃশংসতার কথা শুনে শিহরিত, দুঃখিত। তিনি সুবিচারের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং অন্যান্য সহযোগিতা করার কথা বলেছেন।’

রবিবার নির্যাতিতার জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির কথা জানিয়েছেন তাঁর বাবা। সকালে পানিহাটিতে দু’টি স্বাস্থ্য পরিষেবা শিবিরের আয়োজন হচ্ছে। বিকেলে কলেজ স্কোয়্যার থেকে আরজি করের পথে যাবে মিছিল। মিছিল শেষে গণ কনভেনশনের ডাকও দেওয়া হয়েছে। অর্থাৎ, নির্যাতিতার জন্মদিন থেকেই আবার ‘ন‍্যায়’ চেয়ে আন্দোলন শুরু হচ্ছে। রবিবারের গণ কনভেনশন থেকে ঘোষিত হতে পারে পরবর্তী পদক্ষেপ।

Mohan Bhagwat RSS chief RG Kar Medical College and Hospital Incident CBI Investigation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy