বিজেপির আমলে এনসিইআরটি-এর স্কুলপাঠ্য বইগুলি থেকে মোগল যুগের মতো বিভিন্ন সময় ও চরিত্র ‘বাদ যাওয়া’র নিয়ে বিতর্ক চলছে। এই প্রেক্ষিতে এনসিইআরটি-র অষ্টম শ্রেণির বই থেকে বিভিন্ন ঐতিহাসিক চরিত্র বাদ গিয়েছে কি না, বাদল অধিবেশনে তা জানতে চান তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এ ক্ষেত্রে তাঁর প্রশ্ন, রাজ়িয়া সুলতানা, নুরজ়াহান, টিপু সুলতান, হায়দর আলির মতো চরিত্র এবং ইঙ্গ-মহীশূর যুদ্ধ বাদ গিয়েছে কি না। এর পর লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, সমাজবিদ্যার নতুন পাঠ্যবই চারটি বিষয়ের দিকে তাকিয়ে তৈরি। তার সঙ্গে সঙ্গতিপূর্ণ চরিত্রগুলি জায়গা পেয়েছে।
এর পাশাপাশি কেন্ত্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, ‘জাতীয় পাঠ্যসূচি রূপরেখা’ মেনে রাজ্যগুলি পাঠ্যবই তৈরি করে ‘আঞ্চলিক চরিত্র এবং ঘটনা’র আরও খুঁটিনাটি সংযোজন করতে পারে। ঋতব্রতের কথায়, আসলে চরিত্রগুলি বাদই গিয়েছে। তাঁর প্রশ্ন, ‘‘মোগলদের বাদ দিলে, রাজপুত বা শিবাজী কার সঙ্গে লড়েছিলেন, তা কী ভাবেপড়ানো হবে!”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)