বড়দিনের ছুটিতে বেড়াতে এসেছিলেন বেশ কিছু পর্যটক। ছিল ‘পিকনিক পার্টি’র ভিড়ও। অথচ বাঘের গর্জন শুনে বন্ধ করে দেওয়া হল পিকিনিক স্পট! কুলতলির পিয়ালি নদীর চরে কেল্লা পিকনিক স্পটে শনিবার সকালের ঘটনা।
স্থানীয় সূত্রের খবর, বাঘের গর্জন প্রথমে শুনতে একটি লঞ্চের পর্যটকেরা। তাঁরাই বন দফতরে খবর দেন। এর পরে পুলিশ এবং দক্ষিণ ২৪ পরগনা বিভাগের বনকর্মীরা এসে পর্যটকদের সরিয়ে দেন। সেই সঙ্গে কেল্লা পিকনিক স্পট এলাকায় শুরু হয় বাঘের খোঁজ। যদিও শনিবার সন্ধ্যা পর্যন্ত সে বাঘের দেখা মেলেনি।
গত বছর করোনার কারণে তেমন ভাবে পর্যটকরা আসতে পারেননি সুন্দরবনে। কিন্তু এ বছর বড় দিনের ছুটিতে বহু পর্যটকরা সুন্দরবনের জনপ্রিয় পর্যটনক্ষেত্র পিয়ালিতে এসেছিলেন। এই রকমই একটি পর্যটকদের লঞ্চ মাতলা ধরে পিয়ালির দিকে যাচ্ছিল। সে সময় পিকনিক স্পট লাগোয়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পান যাত্রীরা। থামিয়ে দেওয়া হয় লঞ্চ। দ্রুত বনকর্মীরা এসে পর্যটনকেন্দ্র বন্ধ করে দেন। পর্যটকদের যেতে বলেন কৈখালির মাতলার চরে।