সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে গত ৪৮ ঘণ্টা ধরে জোর শোরগোল সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন অধিনায়ক বুধবার মাঠে নামেন পরিস্থিতি সামাল দিতে। টুইটারে লেখেন, ‘‘ওঁকে এসবে জড়াবেন না, রাজনীতি বোঝার বয়স ওঁর হয়নি।’’নেটিজেনরা এদিন পাল্টা প্রশ্ন করছেন, সানার বয়েস ১৮। ভোটাধিকার রয়েছে। তবে তাঁর মত প্রকাশের স্বাধীনতা ওঁর থাকবে না কেন!
সানার পোস্ট নিয়ে বুধবার যখন নেটদুনিয়া তোলপাড়, সৌরভ টুইটরে দাবি করেন, পোস্টটি মিথ্যে। তাঁর অনুরোধ ছিল, সানাকে এসব থেকে দূরে রাখার। টুইটটি শেয়ার করার পরেই আসতে থাকে পাল্টা মত। জেএইউ-এর প্রাক্তনী, ছাত্রনেত্রী শীলা রশিদ টুইটারে লেখেন, ‘‘আপনার মেয়েকে নিয়ে গর্বিত হওয়া উচিত। ও সত্যি কথা বলতে শিখেছে। বয়স্ক মানুষের মতো একজন উঠতি মেয়েরও অধিকার রয়েছে নিজের মত প্রকাশ করার।’’
দেখুন সৌরভের টুইট: