অনশনের ২৩ দিনের মাথায় ফের অসুস্থ হয়ে পড়লেন সংগ্রামী যৌথ মঞ্চের নওসের চৌধুরী। মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ রবিবার বলেন, “নওসেরের রক্তচাপ সকাল থেকেই কম ছিল। দুপুরে প্রায় জ্ঞান হারান। আমরা ঝুঁকি না নিয়ে ওঁকে হাসপাতালে ভর্তি করেছি। সুস্থ হয়ে আবার তিনি অনশনমঞ্চে ফিরবেন, জানিয়েছেন নওসের।”
এর আগেও অনশনে এক বার অসুস্থ হয়েছিলেন নওসের। সুস্থ হয়ে আবার অনশনে বসেন তিনি। নওসরকে নিয়ে এখন তিন জন অনশন চালাচ্ছেন।
মঞ্চের সদস্যেরা জানিয়েছেন, বকেয়া ডিএ পুরো না মেটা পর্যন্ত ধর্না চলবেই। ২২ ফেব্রুয়ারি সরকারি দফতরে এক দিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। ৩ মার্চ মহামিছিল ও মহাসমাবেশ হবে। ৬ এবং ৭ মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর নির্দেশের পরে গত রবিবার থেকে মঞ্চের ধর্না অবস্থান ছাউনি ছাড়াই চলছে। ভাস্কর বলেন, “আমরা ফের ছাউনি দেওয়ার অনুমতি চেয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলছি। আশা করি অনুমতি মিলবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)