Advertisement
১১ মে ২০২৪
SSC

SSC: এসএসসি-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চিঠি কৃষক নেতাদের

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে তাঁরা লিখেছেন, মেধা তালিকার পরের দিকে থাকা, এমনকি তালিকায় না-থাকা লোকজনও চাকরি পেয়েছেন বলে ভূরি ভূরি অভিযোগ আছে।

এসএসসি-দুর্নীতির প্রতিবাদে অবস্থানকারীদের পাশে কিষান মোর্চার নেতারা।

এসএসসি-দুর্নীতির প্রতিবাদে অবস্থানকারীদের পাশে কিষান মোর্চার নেতারা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ০৯:১০
Share: Save:

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগে দুর্নীতি ও অনিয়মের ফলে যে সব যোগ্য চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছেন, তাঁদের নিয়োগের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন সংযুক্ত কিযাণ মোর্চার রাজ্য নেতৃত্ব। নিয়োগে অসঙ্গতির প্রতিবাদে গাঁধী মূর্তির পাদদেশে ‘ছাত্র-যুব অধিকার মঞ্চের’ ব্যানারে প্রায় ৫০ দিন ধরে অবস্থান-আন্দোলন চালাচ্ছেন নবম থেকে দ্বাদশ স্তরের চাকরিপ্রার্থীরা। তাঁদের অবস্থান মঞ্চে সোমবার সংহতি জানাতে গিয়েছিলেন কিষাণ মোর্চার রাজ্য শাখার তরফে অমল হালদার, কার্তিক পাল, অভীক সাহা, সমীর পূততুণ্ডেরা। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে তাঁরা লিখেছেন, মেধা তালিকার পরের দিকে থাকা, এমনকি তালিকায় না-থাকা লোকজনও চাকরি পেয়েছেন বলে ভূরি ভূরি অভিযোগ আছে। অথচ মেধা তালিকার প্রথম দিকে থাকা প্রার্থীরা অনেকে নিয়োগের ডাক পাননি। প্রেস ক্লাবের সামনে ২০১৯ সালে মুখ্যমন্ত্রীর নিজের দেওয়া প্রতিশ্রুতিও রক্ষিত হয়নি। সমাধানসূত্র বার করার জন্য প্রয়োজনে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যেতেও তৈরি বলে জানিয়েছেন কৃষক নেতারা। বিধাননগরে এ দিনই এসএসসি-র দফতরের দিকে যাওয়ার পথে চাকরিপ্রার্থীদের একাংশকে পুলিশের মারধর, হেনস্থার অভিযোগ উঠেছে। ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং আইএসএফের বিধায়ক নওসাদউদ্দিন সিদ্দিকী। সুজনবাবুর বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী নিজের প্রতিশ্রুতি পালন করেননি। চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশ যা আচরণ করেছে, তা অমানুষিক। যা চলছে, তা মেনে নেওয়া যায় না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SSC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE