Advertisement
০৯ মে ২০২৪
Sougata Roy

TMC: মুখ্যমন্ত্রী কি এটা চেয়েছেন? সৌগতর হাঁসখালি মন্তব্যের সঙ্গে একমত নন শতাব্দী

বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দেখতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে যান তিনি। সেখান থেকে বেরিয়ে সৌগতের মন্তব্যের প্রতিক্রিয়া দেন শতাব্দী।

সৌগত রায়ের মন্তব্যের সঙ্গে একমত নন শতাব্দী রায়।

সৌগত রায়ের মন্তব্যের সঙ্গে একমত নন শতাব্দী রায়। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৬:২২
Share: Save:

রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে একমত হতে পারছেন না তাঁর দলেরই সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দেখতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে যান তিনি। সেখান থেকে বেরিয়ে সৌগতের মন্তব্যের প্রতিক্রিয়া দেন শতাব্দী।
শতাব্দীর কথায়, ‘‘আমি সৌগতদার সঙ্গে এক মত নই। এই জন্য যে, মহিলা-পুরুষের বিভেদের বিষয় এটা নয়। এমন যে কোনও ঘটনা দুঃখজনক এবং লজ্জাজনক। মহিলা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন এটা? কোনও সরকার, কোনও মন্ত্রী কি চাইবে এটা? যাঁদের মানবিকতা আছে তাঁরা কেউই এমন ঘটনা চাইবেন না। সুতরাং মুখ্যমন্ত্রী মহিলা বলে মহিলা ধর্ষিত হবেন না এটা ব্যাপার নয়। কোথাও কোনও সরকারের পুরুষ-নারী নির্বিশেষে যিনিই মুখ্যমন্ত্রী হন না কেন, কেউই চাইবেন না যে, এমন ঘটনা ঘটুক। এটা লজ্জার, দুঃখের এবং কষ্টের।’’

শতাব্দীর সুরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘উনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন আমি জানি না। এর সঙ্গে পুরুষ বা মহিলার কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা চান না। সমাজে পুরুষ, মহিলা সকলেই আছেন। মুখ্যমন্ত্রী রং না দেখে গ্রেফতার করতে বলেছেন। ওঁর কী করার ছিল আর? আমরা চাই কোনও ঘটনা যেন না ঘটে আর। সৌগত’দার কথা প্রসঙ্গে আমি কোনও কথা বলতে চাই না। তবে এটা বলতে চাই, বাংলা ভাল আছে। তা সত্ত্বেও যদি কোনও সামাজিক ব্যাধি থেকে দু’একটি এমন ঘটনা ঘটে তাতে পুলিশ পদক্ষেপ করছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা উচিত নয়।’’

রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে একমত হতে পারছেন না তাঁর দলেরই সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দেখতে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে যান তিনি। সেখান থেকে বেরিয়ে সৌগতের মন্তব্যের প্রতিক্রিয়া দেন শতাব্দী।

শতাব্দীর কথায়, ‘‘আমি সৌগতদার সঙ্গে এক মত নই। এই জন্য যে, মহিলা-পুরুষের বিভেদের বিষয় এটা নয়। এমন যে কোনও ঘটনা দুঃখজনক এবং লজ্জাজনক। মহিলা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন এটা? কোনও সরকার, কোনও মন্ত্রী কি চাইবে এটা? যাঁদের মানবিকতা আছে, তাঁরা কেউই এমন ঘটনা চাইবেন না। সুতরাং মুখ্যমন্ত্রী মহিলা বলে মহিলা ধর্ষিত হবেন না, এটা ব্যাপার নয়। কোথাও কোনও সরকারের পুরুষ-নারী নির্বিশেষে যিনিই মুখ্যমন্ত্রী হন না কেন, কেউই চাইবেন না যে, এমন ঘটনা ঘটুক। এটা লজ্জার, দুঃখের এবং কষ্টের।’’

শতাব্দীর সুরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘উনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন আমি জানি না। এর সঙ্গে পুরুষ বা মহিলার কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা চান না। সমাজে পুরুষ, মহিলা সকলেই আছেন। মুখ্যমন্ত্রী রং না দেখে গ্রেফতার করতে বলেছেন। ওঁর কী করার ছিল আর? আমরা চাই, এমন কোনও ঘটনা যেন না ঘটে আর। সৌগত’দার কথা প্রসঙ্গে আমি কোনও কথা বলতে চাই না। তবে এটা বলতে চাই, বাংলা ভাল আছে। তা সত্ত্বেও যদি কোনও সামাজিক ব্যাধি থেকে দু’একটি এমন ঘটনা ঘটে, তা হলে পুলিশ পদক্ষেপ করছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা উচিত নয়। মমতা বারবার এই ঘটনার নিন্দা করেছেন।’’

বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে একটি কর্মসূচিতে যোগ দিয়ে সৌগত জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার। সৌগতর কথায়, ‘‘সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়। এখানে একদম জিরো টলারেন্স করতে হবে। কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।’’ এ নিয়ে পুলিশকে তাঁর বার্তা, ‘‘আমি আশা করব, পুলিশ-প্রশাসন এ দিকে নজর রাখবে।’’ তার প্রেক্ষিতেই পাল্টা মন্তব্য করেন শতাব্দী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE