সাধারণ হিসাবে অক্টোবরের প্রথম সপ্তাহেই বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু এখনও খাতায়কলমে বর্ষাবিদায় হয়নি দক্ষিণবঙ্গে। আরও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। যদিও আর কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। কোনও সতর্কতা আর নেই উত্তরবঙ্গে।
দুপুর থেকে ঘণ্টা খানেকের বৃষ্টিতে জল জমে গিয়েছে কলকাতার অনেক এলাকায়। সায়েন্স সিটির আশপাশ থেকে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা জলমগ্ন। নাকাল পথচারী থেকে বাসযাত্রীরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে বর্ষা আনুষ্ঠানিক ভাবে বিদায় নিতে পারে রাজ্য থেকে। অর্থাৎ, শেষের সময় ঘনিয়ে এসেছে। তবে শুক্রবার কলকাতায় রয়েছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই পূর্বাভাস শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এ ছা়ড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের ক্ষেত্রে শনিবারও বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত আর দেয়নি হাওয়া অফিস। কিছু দিন আগে এক রাতের টানা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল দার্জিলিং এবং সংলগ্ন এলাকায়। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। সে দিনের পর থেকে এখনও পর্যন্ত ভারী বৃষ্টি আর হয়নি।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম।