মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল এসএফআই। বনগাঁর গাঁড়াপোতায় রবিবার ওই শিবির হল উত্তর ২৪ পরগনা জেলা এসএফআইয়ের উদ্যোগে। প্রশিক্ষণ দিয়েছেন শাশ্বতী বন্দ্যোপাধ্যায় ও মৌতৃষা মণ্ডল। মূলত স্কুল-ছাত্রীদের নিয়ে এই শিবির হয়েছে।
প্রশিক্ষণ শিবিরে ছাত্রীরা। —নিজস্ব চিত্র।
এসএফআইয়ের জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য, “সরকার মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আমাদের এই ধরনের শিবির বেশি করে আয়োজন করতে হচ্ছে। আগামী বছর আরও বড় করে দীর্ঘ দিন ধরে শিবির করার পরিকল্পনা রয়েছে।” সোদপুর ট্র্যাফিক মোড়ের নাম সরকারি ভাবে ‘তিলোত্তমা মোড়’ করা-সহ বিভিন্ন দাবিতে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর সোদপুর থেকে বারাসত পর্যন্ত যে ‘জাস্টিস মার্চে’র ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই, তারই প্রচার উপলক্ষে এ দিন এই প্রশিক্ষণ শিবির হয়েছে। আগের দিন নিমতায় আলোচনা-সভা ও কর্মশালাও হয়েছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)