অতিমারি পরিস্থিতিতে এসইউসি-র প্রতিষ্ঠাতা-সম্পাদক শিবদাস ঘোষের মৃত্যুবার্ষিকীতে উঠে এল বামপন্থী গণ-আন্দোলন গড়ে তোলার ডাক। কেন্দ্রীয় স্মরণ অনুষ্ঠান বৃহস্পতিবার হয়েছে অনলাইনে। মূল বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, সভাপতিত্ব করেন পলিটবুরো সদস্য সৌমেন বসু। সর্বভারতীয় স্তরে সম্প্রচারিত ওই সভা হয়েছে বাংলায়। এর পরে অনলাইনেই ইংরেজিতে কেন্দ্রীয় সভা হবে ১৩ অগস্ট। কলকাতায় হাজরা মোড়, শ্যামবাজার, বেহালা-সহ নানা অঞ্চলেই এসইউসি কর্মী-সমর্থকেরা রাস্তায় দিনটি পালন করেছেন।