Advertisement
১২ অক্টোবর ২০২৪

ধর্মঘটে জয়েন্ট, দিন বদলের আর্জি

বাম, কংগ্রেস-সহ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে ৮ জানুয়ারি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০২:৩৯
Share: Save:

জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কোর্সে সর্বভারতীয় পরীক্ষা হওয়ার কথা আগামী ৬ থেকে ১০ জানুয়ারি। বাম, কংগ্রেস-সহ ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছে ৮ জানুয়ারি। পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে জয়েন্ট এন্ট্রান্সের ৮ তারিখের পরীক্ষার দিন বদলানোর জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ককে আর্জি জানালেন ট্রেড ইউনিয়ন নেতৃত্ব।

সিটুর তপন সেন, আইএনটিইউসি-র জি সঞ্জীব রেড্ডি, এআইটিইউসি-র অমরজিৎ কউর-সহ ট্রেড ইউনিয়নগুলির শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠিতে লিখেছেন, দিল্লিতে গত ৩০ সেপ্টেম্বর শ্রমিক কনভেনশন থেকে ৮ জানুয়ারির ধর্মঘটের কর্মসূচি ঘোষণা হয়েছিল। তার পরেও জয়েন্টের পরীক্ষা ওই সময়ে রাখা হয়েছে। পরিবহণ ক্ষেত্রের শ্রমিকেরা ধর্মঘটে শামিল হওয়ায় সে দিন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। তাই জরুরি ভিত্তিতে নিশাঙ্কের হস্তক্ষেপ চেয়েছেন শ্রমিক নেতৃত্ব।

সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম মঙ্গলবার এই নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘‘পড়ুয়াদের অসুবিধা চাই না। তার জন্য পরীক্ষা নিয়ামকদের সঙ্গে আমরা আলোচনায় প্রস্তুত।’’ কলকাতায় নিজাম প্যালেসে কেন্দ্রের আঞ্চলিক শ্রম কমিশনার মারফত এ দিনই প্রধানমন্ত্রীর কাছে ধর্মঘটের নোটিস পাঠিয়েছেন এ রাজ্যের ট্রেড ইউনিয়ন নেতৃত্ব।

অন্য বিষয়গুলি:

Bandh Trade Unions Joint Entrance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE