দীর্ঘদিন কেটে গেলেও স্থায়ী ভাবে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে এখনও সমাধানসূত্র পাওয়া গেল না। এ নিয়ে চলছে রাজ্য-কেন্দ্রের আলোচনা। সূত্রের দাবি, সেই কারণেই ওই পদের যোগ্য আইপিএস অফিসারদের দু’টি তালিকা আপাতত কেন্দ্রের বিবেচনাস্তরে রয়েছে। যদিও সরকারি ভাবে এ নিয়ে মুখ খুলতে চাননি প্রশাসনের কেউই। প্রসঙ্গত, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন রাজীব কুমার। কেন্দ্রীয় সরকারি সূত্রের বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকারের তরফে এ ব্যাপারে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।
পূর্ণ সময়ের ডিজি নিয়োগের উদ্দেশ্যে অনেক আগেই কয়েক জন আইপিএস অফিসারের নামের তালিকা পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে। সূত্রের দাবি, সেই তালিকায় ছিল রাজীব কুমার, রণবীর কুমার, রাজেশ কুমারের নাম। রাজ্য চেয়েছিল রাজীবকেই স্থায়ী ভাবে ডিজি পদে নিয়োগ দেওয়া হোক। কিন্তু জট পাকে তাঁর অবসরের সময় ঘিরে। স্বরাষ্ট্র দফতর সূত্রের বক্তব্য, যে সময়ে স্থায়ী ডিজি পদ ফাঁকা হয়, তখন থেকে প্রস্তাবিত কোনও অফিসারের অবসরের সময়ের মধ্যে ন্যূনতম ছ’মাসের ব্যবধান থাকতে হয়। সেই হিসেবে প্রথম তালিকাটি যখন কেন্দ্রকে পাঠানো হয়েছিল, তখন রাজীবের অবসরের সময় ছিল অনেকটা দেরিতেই। তার পর থেকে অনেক সময় পার হয়ে গিয়েছে।
সম্প্রতি রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা দিল্লিতে গিয়ে বৈঠক করেন বলে খবর। নবান্ন সূত্রের দাবি, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের একাংশ জানিয়েছে, রাজীবের অবসর (আগামী জানুয়ারি) নিতে মাস তিনেক সময় বাকি। ফলে প্রথম তালিকাটি বিধিসম্মত নয়। তবে কেন্দ্রেরই আর একটি শাখার যুক্তি, যে সময়ে প্রস্তাব তাদের কাছে এসেছিল, তখন রাজীবের অবসরের সময় নির্ধারিত মানদণ্ড অনুযায়ীই ছিল। ফলে সেই তালিকার বৈধতা পেরিয়ে যায়নি। বিকল্প আরও একটি তালিকা রাজ্য দিয়েছে। তাতে রয়েছে অনুজ শর্মা, এন রমেশবাবু, সিদ্ধিনাথ গুপ্ত-সহ আরও অনেকের নাম। রীতি অনুযায়ী, যে তিন জনের নামে ছাড়পত্র দিয়ে কেন্দ্র পাঠাবে, তাঁদের এক জনকে স্থায়ী ডিজি পদে বেছে নিতে পারে রাজ্য। সে ক্ষেত্রে অবসরের সময় যখনই থাকুক না কেন, তিনি পরবর্তী টানা দু’বছর ওই পদে থাকার সুযোগ পাবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)