বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে বুধবার সারাদিন চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়। নাগরকিত্ব আইন নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়েছিল ওই পোস্টে। যদিও রাতে সৌরভ টুইট করে দাবি করেন, ওই পোস্টটি সত্যি নয়।
চর্চিত ‘ইনস্টাগ্রাম স্টোরি’-তে লেখক খুশবন্ত সিংহের ‘দ্য এন্ড অব ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ উদ্ধৃত করা ছিল। পাশাপাশি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই তথ্য সম্বলিত ভারতের একটি মানচিত্রও পোস্ট করা হয়েছিল। ‘ইনস্টাগ্রাম স্টোরি’ যদি নিজে থেকে সরিয়ে দেওয়া না হয়, তা হলে পোস্ট করার ২৪ ঘণ্টা পর্যন্ত দেখা যায়। রাতে সৌরভের টুইট আসার পরে অবশ্য পোস্টটি আর দেখা যায়নি।
সেই বিতর্কিত পোস্টের অংশ।