বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ থেকে মুকুল রায়ের পদত্যাগের চিঠি গ্রহণ করলেন বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুকুলের ইস্তফাপত্র গ্রহণের কথা জানিয়েছেন স্পিকার। তিনি বলেন, ‘‘সোমবার মুকুল রায় নিজের ইস্তফাপত্র আমাদের দফতরে পাঠিয়ে ছিলেন। আমি তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে ফোনে কথা বলেছি। তাঁর কাছে জানতে চেয়েছিলাম পদত্যাগ করার জন্য তার উপর কোনও চাপ কিংবা ভয় দেখানোর মতো কিছু ঘটেছে কি না।’’ স্পিকার আরও বলেন, ‘‘মুকুল আমাকে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্রে সব কিছুই তিনি লিখেছেন। পদত্যাগ করতে কোনও পক্ষ থেকে চাপ কিংবা ভয় দেখানো হয়নি।’’
প্রসঙ্গত, সোমবার জানা যায় পিএসি-র চেয়ারম্যান পদ থেকে মুকুল ইস্তফা দিয়েছেন। কিন্তু সেই ইস্তফা গ্রহণ করা হবে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান। তিনি ওই ইস্তফাপত্র এখনও হাতে পাননি বলেও দাবি করেছিলেন। গত শুক্রবার পিএসি চেয়ারম্যান পদে মুকুলের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হয়। স্পিকারের ওই সিদ্ধান্তের চার দিনের মাথায় পদত্যাগ করলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। প্রাথমিক ভাবে ইমেল করে পদত্যাগপত্র পাঠান মুকুল। সোমবার তা এখনও গ্রহণ করা না হলেও, মঙ্গলবার সেই ইস্তফাপত্র গ্রহণ করলেন স্পিকার।