আগামী শীতকালীন অধিবেশনে সংসদে আসতে পারে এক দেশ এক ভোট সংক্রান্ত বিলটি। তখন যদি তা পাশও হয়, তা হলেও, ২০৩৪ সালের আগে কোনও ভাবেই দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আগামী বিধানসভার মেয়াদ কমে যেতে পারে।
বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটির কাছে রয়েছে। চলতি বাদল অধিবেশনে ওই বিলের মেয়াদ আগামী শীতকালীন অধিবেশন পর্যন্ত বাড়ানো হয়েছে। যৌথ সংসদীয় কমিটির এক সদস্যের কথায়, ‘‘এক দেশ এক ভোট চালু করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। বিজেপি যদি তা করতে পারেও, সমস্যা হল ওই বিলের ধারায় ‘অ্যাপয়েন্টেড ডেট’-এর কথা বলা হয়েছে। যার অর্থ নতুন লোকসভার প্রথম দিনটিকে অ্যাপয়েন্টেড ডেট হিসেবে ঘোষণা করবেন রাষ্ট্রপতি। কমিটির মতে, যা দেশে এক নির্বাচন-চক্রের সৃষ্টি করবে।’’
বিলে বলা হয়েছে, ওই ‘অ্যাপয়েন্টেড ডেট’-এর পাঁচ বছরের মাথায় পরবর্তী লোকসভা নির্বাচন হবে। যার সঙ্গে বিধানসভাগুলিরও নির্বাচন হওয়ার কথা। সে ক্ষেত্রে ২০৩৪ সালে লোকসভা ও বিধানসভা নির্বাচন এক সঙ্গে করতে গেলে বেশ কিছু রাজ্যের বিধানসভার মেয়াদ বাড়াতে বা কমাতে হতে পারে। যেমন পশ্চিমবঙ্গে ২০২৬ সালের পরে ২০৩১ সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কমিটির ওই সদস্যের কথায়, হতে পারে পশ্চিমবঙ্গের সেই বিধানসভার মেয়াদ কেবল তিন বছরের জন্য হবে। ওই বিধানসভার মেয়াদ ২০৩৬ পর্যন্ত থাকলেও, যাতে ২০৩৪ সালে লোকসভার সঙ্গে বিধানসভার নির্বাচন করা যায়, তার জন্য মেয়াদ পাঁচের জায়গায় তিন বছরে কমিয়ে আনা হবে। আবার আগামী ২০২৭ সালে উত্তরপ্রদেশে নির্বাচন। তার পরের নির্বাচন হওয়ার কথা ২০৩২ সালে। সে ক্ষেত্রে ২০৩২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন না করে তা একেবারে ২০৩৪ সালে করার কথা ভাবা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)