E-Paper

এসএসসি-র একাদশ ও দ্বাদশের মডেল উত্তরপত্রে ‘শিশুসুলভ’ ভুল, চর্চা

ইংরেজি পরীক্ষার প্রশ্নের কিছু উত্তর দেখে তো অনেকে স্তম্ভিত! এমন ভুল ইংরেজির প্রাথমিক ব্যাকরণ পাঠের ক্লাসে শুধরোনো হয়। মডেল উত্তরপত্রে তা হল কী করে?

আর্যভট্ট খান

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪২

—প্রতীকী চিত্র।

রবিবার গভীর রাতে এসএসসি-র একাদশ ও দ্বাদশের পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ হওয়ার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছে। পরীক্ষার্থীদের দাবি, মডেল উত্তরপত্রে বেশ কিছু উত্তরে ব্যাকরণগত এবং তথ্যগত ভুল রয়েছে। ইংরেজি পরীক্ষার প্রশ্নের কিছু উত্তর দেখে তো অনেকে স্তম্ভিত! এমন ভুল ইংরেজির প্রাথমিক ব্যাকরণ পাঠের ক্লাসে শুধরোনো হয়। মডেল উত্তরপত্রে তা হল কী করে? পরীক্ষার্থীদের একাংশের প্রশ্ন, এই সাধারণ ভুলে জেরবার হয়ে কেন ১০০ টাকা গচ্চা দিয়ে আবার এসএসসি-র কাছে হত্যে দেওয়ার দুর্ভোগ পোহাতে হবে। এসএসসি অবশ্য আগেই জানিয়েছে, কোনও প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করা হলে তাদের বিশেষজ্ঞেরা বিষয়টি খতিয়ে দেখবেন। চ্যালেঞ্জকারীর দাবি ঠিক হলে তিনি আবেদনের টাকা ফেরত পেয়ে যাবেন।

একাদশ-দ্বাদশের ইংরেজির পরীক্ষার্থী চিন্ময় মণ্ডলের অভিযোগ, ইংরেজির সি সিরিজ়ের ২০ নম্বরের প্রশ্নে রয়েছে ব্যাকরণগত ভুল। চিন্ময় বলেন, “এ তো ছোটরাও জানে— যা চিরসত্য বা চিরকালীন ঘটনা, তাতে কাল বা টেন্সের বদল হয় না। কিন্তু মডেল উত্তরপত্রে দেখা যাচ্ছে, একটি প্রশ্নের ঠিক উত্তর হিসেবে সূর্য পুব দিকে উঠেছিল বলা হচ্ছে।” আর একটি প্রশ্নের উত্তরে ন্যারেশন বদলের উদাহরণ হিসেবে, ‘আমরা সবাই দেশকে ভালবাসি’-র বদলে ‘আমরা সবাই দেশকে ভালবাসতাম’ লেখাটা যথাযথ বলা হচ্ছে বলে দাবি। মহালয়ার দিনে সমাজমাধ্যমে এই নিয়েও সংশ্লিষ্ট মহলে সমালোচনার ঝড় বইছে।

ওই একই সেটের প্রশ্নপত্রে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি টেনিসনের চেনা কবিতা সংক্রান্ত প্রশ্নের (২৯ নম্বর প্রশ্ন) মডেল উত্তরটিও ডাহা ভুল বলে পরীক্ষার্থীদের দাবি। এমন নানা বিভ্রান্তি নিয়ে দিনভর চর্চা চলেছে।

অরূপ ঘোষ নামে এক ইংরেজির পরীক্ষার্থী বলেন, ‘‘ইংরেজিতে ছয় থেকে সাতটা এ রকম ভুল আমাদের চোখে পড়েছে। এসএসসির নিয়ম অনুযায়ী আমরা এই ভুলগুলোকে চ্যালেঞ্জ করব।’’ কেউ কেউ আবার জানাচ্ছেন, চ্যালেঞ্জ না-করে তাঁরা একযোগে এসএসসির কাছে আবেদন করে এই ভুলগুলি মডেল উত্তরপত্রে ঠিক করে দিতে বলবেন। এক পরীক্ষার্খী বলেন, “যে সব উত্তর সবাই জানে, সেগুলো কেন খামোখা ১০০ টাকা খরচ করে আমরা চ্যালেঞ্জ করতে যাব? চ্যালেঞ্জ সঠিক হলে টাকা ফেরত পাব বলেছে এসএসসি। তবে এই জটিল প্রক্রিয়ার ভোগান্তি থেকে আমরা রেহাই পেলেই ভাল হত।”

পরীক্ষার্থীদের অভিযোগ, ইংরেজি ছাড়া আরও কয়েকটি বিষয়ের মডেল উত্তর নিয়েও বিতর্ক রয়েছে। সংস্কৃত-র পরীক্ষার্থী রূপা কর্মকার বলেন, “সংস্কৃতয় এমন কিছু প্রশ্ন ছিল যার একাধিক উত্তর থাকতে পারে। আমরা পাঠ্য বইতে সেটাই পড়েছি। প্রশ্নপত্রে যে সম্ভাব্য উত্তর দেওয়া ছিল, তার মধ্যে তেমন একাধিক উত্তর দেওয়া ছিল। কিন্তু মডেল প্রশ্নপত্রে তো একটি উত্তরই ঠিক বলে উল্লেখ করা হয়েছে। এর ফলেও বিষয়টি জটিল হয়েছে। অনেকেই ঠিক উত্তর লিখেও নম্বর পাব কি পাব না বুঝতে পারছেন না।’’ রূপার প্রশ্ন, এ রকম বিতর্কিত প্রশ্ন এসএসসির পরীক্ষায় রাখার দরকারটা কী ছিল?

এ সব প্রসঙ্গে এসএসসির এক কর্তা এ দিন বলেন, “যা অভিযোগ আসবে, তা খতিয়ে দেখা হবে। যে উত্তরগুলি চ্যালেঞ্জ করা হবে তা আমাদের এক্সপার্ট কমিটি খতিয়ে দেখবেন। মডেল উত্তরপত্রে কোনও ভুল থাকলে তা শুধরে নেওয়া হবে। যাঁরা চ্যালেঞ্জ করবেন তাঁদের টাকা ফেরত পেতে কোনও অসুবিধাহবে না।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SSC Exam West Bengal School Service Commission

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy