E-Paper

মোদীর দিদি মমতা, নাম নিয়ে চর্চা দুবরাজপুরে কী বলছেন ওঁরা

দুবরাজপুরের বাসিন্দা এই নরেন্দ্রর অভিজ্ঞতা, পরিচিত কাউকে ফোন করলে শুনতে হয়, ‘বোলিয়ে পিএম সাহাব’। কখনও কেউ বলেন, ‘মমতাদিদিকো ফোন কিয়ে থে কেয়া!’

দিদি মমতা আগরওয়াল ও ভাই নরেন্দ্র মোদী।

দিদি মমতা আগরওয়াল ও ভাই নরেন্দ্র মোদী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ০৭:২২
Share
Save

‘দিদি, ও দিদি’। গত বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে প্রচারে যত বার এসেছেন, তত বারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেন। তা নিয়ে বিজেপি-তৃণমূলে তরজা কম হয়নি। তবে সে রাজনীতির আঁচ থেকে অনেক দূরে, বীরভূমের এক নরেন্দ্র মোদীও মমতাকে ‘দিদি’ বলেই ডাকেন। তবে এই নরেন্দ্র মমতার সহোদর। দিদি মমতা মোদী অবশ্য বিয়ের পরে হয়েছেন আগরওয়াল।

দুবরাজপুরের বাসিন্দা এই নরেন্দ্রর অভিজ্ঞতা, পরিচিত কাউকে ফোন করলে শুনতে হয়, ‘বোলিয়ে পিএম সাহাব’। কখনও কেউ বলেন, ‘মমতাদিদিকো ফোন কিয়ে থে কেয়া!’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে এখন সরগরম রাজ্য। নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্রর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা। সে আবহে দুবরাজপুরের ওই পরিবারের দিদি-ভাইয়ের নামের মিল নিয়ে চলছে রসিকতা।

দুবরাজপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সদস্য বছর তিপান্নর নরেন্দ্র বলছেন, ‘‘আমাদের দু’জনের নাম যখন বাবা-মা রেখেছিলেন, তখন দেশ ও রাজ্যের দুই প্রশাসনিক প্রধান পদে এঁরা কেউ ছিলেন না। এমনকি, ভোটার তালিকায় যখন আমাদের নাম ওঠে, তখনও দুই রাজনৈতিক ব্যক্তিত্ব এতটা পরিচিত ছিলেন না। তা হলে অহেতুক চর্চা কেন?’’ তাঁর সংযোজন, ‘‘দিদির নয়ের দশকে বিয়ে হয়েছে। পদবি আগরওয়াল। তার পরেও লোকে মোদী-মমতা নিয়ে কথা বলছে।’’

দুবরাজপুরেই স্কুল ও কলেজে লেখাপড়া করেছেন নরেন্দ্র। আসল নামের থেকেও তিনি ‘মুন্না’ বলে এলাকায় বেশি পরিচিত। তবে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আসীন হওয়ার পর থেকে পরিচিত অনেকে, যাঁরা ‘মুন্না’র আসল নাম জানতেন, তাঁরা মজা করতে ছাড়েন না। এখন ভোটের বাজারে দিদি মমতাকে নিয়েও মজা করা শুরু হয়েছে। কিছুটা বিড়ম্বনায় পড়ছেন নরেন্দ্র।

স্থানীয় বিজেপি নেতা সত্যপ্রকাশ তিওয়ারির কথায়, ‘‘ওঁকে আমরা মুন্না নামেই চিনি। ভোটার তালিকায় ওঁর নাম নরেন্দ্র মোদী এবং ওঁর দিদির নাম মমতা, তা সদ্যই জেনেছি। ভোটের আগে এটা জেনে মজা পাচ্ছেন সকলে।’’ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্যও বলছেন, ‘‘আমাদের প্রতিবেশী, ভাইয়ের মতো এক জনের নাম নরেন্দ্র মোদী শুনে বেশ মজাই লেগেছে। তবে ওঁকে মুন্না নামেই চিনি। আবার তাঁর দিদির নাম মমতা। এক পরিবারে মোদী-মমতা, ব্যাপারটা উপভোগ্য!’’

তবে কলকাতার বাসিন্দা মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই অত্যন্ত সম্মাননীয়। কাকতালীয় ভাবে আমাদের ভাই-বোনের নামের সঙ্গে মিল রয়েছে ওঁদের দুজনের। তবে মজার ছলে আমাদের নাম নিয়ে যা চলছে, তা খুব একটা ভাল ভাবে নিতে পারছি না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

dubrajpur Narendra Modi Birbhum

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy