পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে এবং তাকে কেন্দ্র করে ‘ধর্মীয় বিদ্বেষ’ তৈরির অভিযোগ তুলে মঙ্গলবার কলেজ স্কোয়ারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি থেকে ধর্মতলা পর্যন্ত ‘সম্প্রীতি মিছিল’ করল এসইউসি। এর সঙ্গেই বিভিন্ন জেলার সদরগুলিতেও মিছিল করেছে তারা। কলকাতায় প্রতিবাদ মিছিল শেষে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে সভায় বক্তৃতা করেছেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে কেন্দ্রের গোয়েন্দা ব্যর্থতা এবং জনজীবনের সমস্যাগুলির থেকে নজর ঘুরিয়ে দিতে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন চণ্ডীদাস। এই সূত্রেই সম্প্রীতি রক্ষায় জোর দেওয়ারও আহ্বান জানিয়েছেন এসইউসি নেতৃত্ব। কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ও সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে এ দিনই দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে প্রতিবাদসভা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ-দুর্নীতিরও প্রতিবাদ জানিয়েছে তারা। সভা থেকে বিভাজনের রাজনীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এ দিন সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী, প্রসেনজিৎ বসুরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)