মোট ১২ দফা দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানোর জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করল এসইউসি। মূল্যবৃদ্ধি রোধ, জনবিরোধী জাতীয় শিক্ষানীতি, বিদ্যুৎ আইন ও অরণ্য আইন বাতিল, মহিলা, দলিত ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ, শ্রমিক স্বার্থ-বিরোধী শ্রমকোড বাতিল, চাষিদের ফসলের ন্যায্য দাম এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যাপক দুর্নীতি রোধের মতো বিষয় রয়েছে ওই দাবিগুচ্ছের মধ্যে। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য রায়গঞ্জে মঙ্গলবার এই স্বাক্ষর সংগ্রহের সূচনা করেন। কলকাতায় জেলা সম্পাদক সুব্রত গৌড়ী শিয়ালদহ স্টেশন এলাকায় সই সংগ্রহ শুরু করেন। স্বাক্ষর সংগ্রহ হয়েছে রাসবিহারী মোড়েও। কয়েক মাস ধরে এই অভিযান চলবে। স্বাক্ষর দিতে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চণ্ডীদাসবাবু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)