Advertisement
০২ মে ২০২৪
Sujan Chakraborty

বিপদে পড়ে তৃণমূল, বিজেপির মুখে বাম নাম, পাল্টা সুজনের

ভাঙড়ের ভোজেরহাটে রবিবার ডিওয়াইএফআইয়ের লোকাল কমিটির সম্মেলন উপলক্ষে সভায় বক্তা ছিলেন সুজনবাবু।

ভাঙড়ের ভোজেরহাটের সভায় সুজন চক্রবর্তী। ছবি: সামসুল হুদা

ভাঙড়ের ভোজেরহাটের সভায় সুজন চক্রবর্তী। ছবি: সামসুল হুদা

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০৪:৪১
Share: Save:

তৃণমূলের নেতারা বলছেন, বিজেপিকে হারাতে বামেরা তাদের পাশে থাকুক। আবার বিজেপি নেতারা আহ্বান জানাচ্ছেন, তৃণমূলকে হারাতে বাম সমর্থকেরা তাঁদের সমর্থন করুন। দু’পক্ষই এখন বিপদে পড়ে বামেদের ডাকছেন বলে এ বার পাল্টা কটাক্ষ করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তাঁর আহ্বান, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সব শক্তিকে একজোট হয়ে বিজেপি ও তৃণমূল, দু’পক্ষকেই হারাতে হবে।

ভাঙড়ের ভোজেরহাটে রবিবার ডিওয়াইএফআইয়ের লোকাল কমিটির সম্মেলন উপলক্ষে সভায় বক্তা ছিলেন সুজনবাবু। উপস্থিত ছিলেন বিধায়ক ইব্রাহিম আলি, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার ঘোষ-সহ অন্যেরা। সেখানে সুজনবাবু বলেন, ‘‘বিজেপি আর তৃণমূল মিলিয়ে হয়েছে বিজেমূল! লড়াইটা এখন কী দাঁড়াচ্ছে? মুকুল রায় বনাম তৃণমূল, নাকি শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল, নাকি শোভন-বৈশাখী বনাম তৃণমূল? তৃণমূলের নেতারাই রং বদলে এখন বিজেপি। মানুষকে সঙ্গে নিয়ে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই।’’

পরে প্রশ্নের জবাবে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজনবাবুর বক্তব্য, ‘‘তৃণমূলের তাপস রায়, সৌগত রায় বলছেন, বিজেপিকে হারাতে হবে। তাই বামেরা এবং কংগ্রেস আমাদের সমর্থন দিক। অন্য দিকে, শুভেন্দু অধিকারীরা বলছেন, তৃণমূলকে হারাতে হবে। তাই বাম-কংগ্রেস বিজেপিকে সমর্থন দিক। সব থেকে মজার বিষয় হল কিছু দিন আগে পর্যন্ত বলা হত সিপিএমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে দূরবীনে খুঁজতে হত।এখন বিজেপি, তৃণমূল সবাই সিপিএমকে প্রাসঙ্গিক মনে করছে!’’ তাঁর আরও মন্তব্য, ‘‘বিজেপি, তৃণমূল বুঝতে পারছে, তারা একা জিতবে না। তাই বলছে, বাকিরা আমাদের সমর্থন দাও। আমরা বলছি, যে তৃণমূলকে হারাতে চাইবে, সে তৃণমূল নেতাদের নিয়ে তৈরি বিজেপিকে জেতাবে কেন? কাল তৃণমূলে যে জিতবে, সে তো বিজেপিতে হাজির হয়ে যাবে। বিজেপি, তৃণমূলকে বাদ দিয়ে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে এগোতে হবে।’’

দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে এ দিন সুজনবাবুর বার্তা, ‘‘মানুষের সঙ্গে নিত্য যোগাযোগ রেখে, মানুষের কাছে গিয়ে সিপিএমকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের দলের এত টাকা নেই যে, চ্যানেল কিনে, চ্যানেলের মারফত মানুষের কাছে হাজির হতে হবে। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে।’’ এমআইএম এবং আব্বাস সিদ্দিকীর জোট নিয়ে অবশ্য কোন মন্তব্য করতে চাননি তিনি। তবে তাঁর মতে, আব্বাস বা অন্য যাঁরা ধর্মনিরপেক্ষ মানুষ আছেন, সবাই মিলে বিজেপি ও তৃণমূলকে রুখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE