E-Paper

এসআইআর: ফের মৃত্যুতে শিক্ষার প্রসঙ্গ সুকান্তের মুখে

ক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তেমন এক মৃত্যুর পরে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের মন্তব্য, ‘‘এ রাজ্যে তৃণমূলের লাগাতার অপপ্রচারে আতঙ্কিত হয়ে শিক্ষিত নয় বা অল্পশিক্ষিত মানুষ এমন কাজ করছেন।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৭:৩৮
সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার। —ফাইল চিত্র।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে মৃত্যুজনিত তরজা তুঙ্গে উঠল। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তেমন এক মৃত্যুর পরে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের মন্তব্য, ‘‘এ রাজ্যে তৃণমূলের লাগাতার অপপ্রচারে আতঙ্কিত হয়ে শিক্ষিত নয় বা অল্পশিক্ষিত মানুষ এমন কাজ করছেন।’’ তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা বলেন, ‘‘শিক্ষক হয়েও শিক্ষার অর্থ বোঝেন না সুকান্ত। দেশভাগের সময়ও মানুষ আত্মহত্যা করেননি, লড়াই করেছেন। কিন্তু এখন করছেন। বিজেপি এই আতঙ্ক তৈরি করেছে ক্ষমতার লোভে।’’

সোমবার রাত দেড়টা নাগাদ কুমারগঞ্জের আগাছা গ্রামে বাড়ির পাশের আমগাছ থেকে ঝুলন্ত দেহ মেলে ওছমান মণ্ডলের (৬৫)। মঙ্গলবার সকালে মৃতের বড় ছেলে স‌ইদুল মোল্লার দাবি, ‘‘ভোটার তালিকায় পদবি ভুল থাকায় এস‌আইআরে নাম কাটা যাবে বলে বাবা আতঙ্কিত ছিলেন। চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হন।’’

এসআইআরের ফর্ম বিলি করতে বেরিয়ে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপির এক বিএলএ (বুথ লেভল অ্যাসিস্ট্যান্ট) সুকুমার সিংহ আক্রান্ত হন বলে অভিযোগ। তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিএলএ-র অভিযোগ, শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিআর দাস অ্যাভিনিউ এলাকায় তৃণমূলের কয়েক জন তাঁকে মারধর করে। তৃণমূলের দাবি, অভিযোগ ভিত্তিহীন। এ দিন দুপুরে মালদহের কালিয়াচক ১ ব্লকের নওদা-যদুপুরে এসআইআর-এর কাজে থাকা বিএলএ ২ তথা তৃণমূল কর্মী আব্দুল জব্বার শেখের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে দলেরই অঞ্চল সভাপতি বকুল শেখ, তাঁর ছেলে ও অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অভিযোগ মানেননি।

পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরে এ দিন এসআইআরের কাজ দেখতে যান জেলাশাসক এস পুন্নমবলম, মহকুমাশাসক (আসানসোল) বিশ্বজিৎ ভট্টাচার্যেরা। শ্যামলী মণ্ডল নামে এক বিএলও তথা অঙ্গনওয়াড়ি কর্মী তাঁদের জানান, কেন্দ্রের কাজ এবং এসআইআরের কাজ এক সঙ্গে করতে গিয়ে কার্যত নাওয়া-খাওয়া ভুলতে হচ্ছে। বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। জেলাশাসক বলেন, ‘‘আপনি খুব ভাল কাজ করছেন। চালিয়ে যান, আমরা পাশে আছি।’’

হুগলির ডানকুনি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ২১৭ নম্বর বুথে তৃণমূলের এসআইআর সহায়তা শিবির থেকে গণনাপত্র বিলি করায় বিএলও-র বিরুদ্ধে ইমেল করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। বিএলও রিমি সরকার বলেন, ‘‘সোমবার বিকেলে অসুস্থতার জন্য ওই শিবিরে বসে পাঁচ-সাত জনকে ফর্ম দিয়েছি।’’ ডানকুনির উপপুরপ্রধান তৃণমূলের প্রকাশ রাহার বক্তব্য, ‘‘অসুস্থতার জন্য বিএলও আমাদের শিবিরে কিছুটা বিশ্রাম নিয়েছিলেন। সুস্থ হয়েকাজে যান।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sukanta Majumdar Special Intensive Revision SIR BJP TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy