স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আর্জিতে সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট।
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ২০২২ সালের সেপ্টেম্বরে সুবীরেশকে গ্রেফতার করে। সে সময় তিনি ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিবিআইয়ের যুক্তি ছিল, যে সময়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই সময়ে সুবীরেশই এসএসসির চেয়ারম্যান ছিলেন। প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপিতে তিনিই প্রধান ভূমিকা নেন। আজ সুবীরেশের আইনজীবীরা বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে যুক্তি দেন, অভিযুক্ত দু’বছর পাঁচ মাস জেলে রয়েছেন। অন্য অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন।
বিচারপতিরা সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেন। ৪ এপ্রিল ফের শুনানি। সিবিআই এর আগে আলিপুর আদালতে বলে, চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পরেও সুবীরেশ প্রভাবশালী ছিলেন। তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। গ্রেফতারির সময় তিনি দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন। সেই সঙ্গে কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ, নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি, রাজ্যের উপাচার্য পরিষদের সম্পাদক পদেও ছিলেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)