Advertisement
E-Paper

নজরে ভোট! আরজি কর-কাণ্ডের এক বছরে দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযানের ডাক শুভেন্দুর, থাকবেন নির্যাতিতার মা-বাবাও

সম্প্রতি কসবার সাউথ ক্যালকাটা ল কলেজেও এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে পথে নেমে দিন দুয়েক আগেই নবান্ন অভিযানের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শু‌ভেন্দু।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ২১:৫৯
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

গত বছর ৯ অগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। হাসপাতালে ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। ওই ঘটনাকে হাতিয়ার করে আসন্ন বিধানসভা ভোটের আগে শাসকবিরোধী প্রচারে শান দিতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী।

সম্প্রতি কসবার সাউথ ক্যালকাটা ল কলেজেও এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে পথে নেমে দিন দুয়েক আগেই নবান্ন অভিযানের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শু‌ভেন্দু। এর পর শনিবার তিনি আরজি করের নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেছেন। তাঁদের সঙ্গে কথা বলার পর বাইরে বেরিয়ে নবান্ন অভিযানের ডাক দেন তিনি। জানান, আরজি করের নির্যাতিতার মা-বাবাও তাতে অংশগ্রহণ করবেন।

শুভেন্দু জানান, ওই নবান্ন অভিযান হবে দলীয় পতাকা ছাড়া। বিজেপির নেতা-কর্মীরা পতাকা ছাড়াই ওই অভিযানে অংশ নেবেন। নাগরিক সমাজের ছাতার তলায় এই কর্মসূচি হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

ঘটনাচক্রে, গত বছরেও আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিল ‘ছাত্রসমাজ’ নামে একটি সংগঠন। নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তারা। ছাত্রসমাজের সেই কর্মসূচিকে সমর্থন করেছিল বিজেপি। অনেকে বলে থাকেন, আড়াল থেকে মদত দিয়েছিলেন শুভেন্দুই। যদিও বিজেপির পক্ষ থেকে এই দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি কখনও।

সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার প্রস্তুতি পর্বও ইতিমধ্যে শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি। অনেকের মত, আরজি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন দেখেছিল গোটা রাজ্য, তাতে সেই ভাবে ঠাঁই-ই পায়নি বিজেপি। তাই কসবার ঘটনার পর সেই আরজি করের ঘটনাকেই হাতিয়ার করতে চাইছে তারা।

Suvendu Adhikari RG Kar Rape and Murder Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy