Advertisement
০৭ নভেম্বর ২০২৪
pakistan

BJP: শুভেন্দুর মুখে ‘পাকিস্তান মুর্দাবাদ’

নন্দীগ্রামের বিজেপি বিধায়কের এই স্লোগানের বিরোধিতা করেছে রাজনৈতিক দলগুলো।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ০৫:১৩
Share: Save:

স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান দিলেন। রবিবার স্বাধীনতা দিবসে কাঁথিতে সেন্ট্রাল বাসস্ট্যান্ডে দলীয় ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন শুভেন্দু। সংক্ষিপ্ত ভাষণের শেষে বিরোধী দলনেতার মুখে শোনা যায়, ‘‘ভারতমাতা জিন্দাবাদ। ভারত জিন্দাবাদ। পাকিস্তান মুর্দাবাদ।’’

নন্দীগ্রামের বিজেপি বিধায়কের এই স্লোগানের বিরোধিতা করেছে রাজনৈতিক দলগুলো। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, ‘‘রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এ ধরনের বক্তব্য সমীচীন নয়। অন্য বিজেপি নেতার মতো উনিও বিভেদের রাজনীতি ছড়িয়ে দেওয়ার জন্য এই মন্তব্য করেছেন।’’

কংগ্রেসের জেলা সভাপতি মানস কর মহাপাত্রের বক্তব্য, ‘‘পাকিস্তান আদৌ আমাদের মিত্র দেশ নয়। তবে তার মোকাবিলা যোগ্য ভাবেই করে দেশের সেনাবাহিনী। তাদের সব সময় সম্মান করি। কিন্তু এত দূর থেকে পাকিস্তান প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু কী বলতে চাইছেন তা আদৌ বলা মুশকিল।’’ রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের সময় বিজেপি এবং আরএসএস-এর কী ভূমিকা ছিল সেটাই সকলে ওঁর মুখ থেকে শুনতে চেয়েছিল। স্বাধীনতা দিবস সব সময় ইতিবাচক ভাবে পালন করতে হয়।’’ শুভেন্দুর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী। তিনি বলেন, ‘‘১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের উপর নির্ভর করে স্বাধীনতা এসেছিল। সেনা পাকিস্তানকে শত্রু বলেই মনে করে। সেনাবাহিনীর আবেগ এ দিন শুভেন্দুই সকলের সামনে তুলে ধরেছেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE