Advertisement
E-Paper

আবার বোমাতঙ্ক স্বাস্থ্য ভবনে! ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল

পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত কিছুই মেলেনি। তবুও স্বাস্থ্য ভবনের সব জায়গায় ভাল করে তল্লাশি চালানো হচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৪:১৯
Swasthya Bhavan receives second threat email in 24 hours

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার হুমকি ইমেল পেল স্বাস্থ্য ভবন! গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার বোমাতঙ্ক ছড়াল। খবর দেওয়া হয় বিধাননগর পুলিশকে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে তারা। আনা হয়েছে পুলিশ কুকুরও।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে একটি হুমকি ইমেল আসে স্বাস্থ্য ভবনে। সেই ইমেলে স্পষ্ট ভাষায় লেখা ছিল, স্বাস্থ্য ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায়। তৎপরতা দেখা যায় কর্তৃপক্ষের মধ্যে। তড়িঘড়ি স্বাস্থ্য ভবন খালি করে দেওয়া হয়। তবে স্বাস্থ্য ভবনের কোথায় বোমা রাখা আছে, তা স্পষ্ট করে ইমেলে উল্লেখ করা হয়নি।

পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত কিছুই মেলেনি। তবুও স্বাস্থ্য ভবনের সব জায়গায় ভাল করে তল্লাশি চালানো হচ্ছে। পর পর দু’দিন একই মর্মে বোমা রাখার হুমকি ইমেলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কও দেখা দিয়েছে স্বাস্থ্য ভবনের কর্মীদের মধ্যে। তবে কে বা কারা এই ইমেল পাঠিয়েছেন, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সোমবারও স্বাস্থ্য ভবনে একটি হুমকি ইমেল পাঠানো হয়েছিল। লেখা হয়েছিল, স্বাস্থ্য ভবনের কোথাও বিস্ফোরক রাখা রয়েছে। উড়িয়ে দেওয়া হবে বিল্ডিং। এই মর্মেই ইমেল পাঠানো হয়েছিল। তবে দিনভর খোঁজাখুঁজির পরেও সন্দেহজনক কিছু মেলেনি। পুলিশের দাবি, বোমা রাখার ভুয়ো খবর ছড়াতেই ওই ইমেল করা হয়। মঙ্গলবারও একই জায়গা থেকে ইমেল পাঠানো হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরেও বোমাতঙ্ক ছড়িয়েছিল একটি হুমকি ইমেল ঘিরে। পরে বোমাতঙ্ক ছড়িয়েছিল শহরের চারটি স্কুলেও। মেল পাঠিয়ে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত কিছুই মেলেনি। তার পরে গত ২৪ ঘণ্টার মধ্যে দু’বার হুমকি ইমেল পেল স্বাস্থ্য ভবন।

Bomb Threat Swasthya Bhavan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy