Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Suvendu Adhikari

Tarpaulin theft case: ত্রিপল চুরি মামলার রায়দান স্থগিত, ভাগ্য ঝুলে শুভেন্দুদের

বিরোধী দলনেতা শুভেন্দু এবং তাঁর ভাই সৌম্যেন্দুর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগে কাঁথি থানায় মামলা দায়ের হয়েছিল।

শুভেন্দু অধিকারী।- ফাইল চিত্র।

শুভেন্দু অধিকারী।- ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ১৭:২২
Share: Save:

শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগের শুনানি শেষে সোমবার রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি।

বিরোধী দলনেতা শুভেন্দু এবং তাঁর ভাই সৌম্যেন্দুর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগে কাঁথি থানায় মামলা দায়ের হয়েছিল। তার প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। অভিযোগ থেকে মুক্তি পেতে মামলাও করেন। তাঁদের আইনজীবী বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তোলেন। আইনজীবী জানান, তাঁদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তাতেও সরাসরি চুরি করেছেন বলে উল্লেখ নেই। তাই এই মামলা থেকে শুভেন্দু-সৌম্যেন্দুকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান তিনি।
বিচারপতি কৌশিক চন্দের এজলাসে সেই মামলারই শেষ দিনের শুনানি ছিল সোমবার। কিন্তু দু’পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE