Advertisement
২৫ এপ্রিল ২০২৪
TATA

প্রকল্পে আগ্রহ দেখিয়ে মমতাকে চিঠি টাটাদের

টাটা গোষ্ঠীর সংস্থাটির এই আর্জিকে ভোটমুখী বঙ্গে শাসক দল রাজনৈতিক ভাবে ব্যবহার করতে পারে বলেও ধারণা অনেকের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ০৭:০৩
Share: Save:

রাজ্যের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পে শামিল হতে আগ্রহ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল টাটা প্রোজেক্টস। ওই চিঠিতে সংস্থার পূর্বাঞ্চলীয় কর্তা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এ রাজ্যে শিল্প এবং নগর-পরিকাঠামো ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান তাঁরা।
টাটা গোষ্ঠীর সংস্থাটির এই আর্জিকে ভোটমুখী বঙ্গে শাসক দল রাজনৈতিক ভাবে ব্যবহার করতে পারে বলেও ধারণা অনেকের।

সিঙ্গুর থেকে নিজের স্বপ্নের ‘ন্যানো গাড়ি তৈরির প্রকল্প’ সরিয়ে নিতে বাধ্য হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছিলেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। কথার আক্রমণ-প্রতি আক্রমণে তেতো হয়েছিল দু’পক্ষের সম্পর্ক। মমতা বাংলার মসনদে বসার পরেও টাটাদের সঙ্গে তিক্ততা পুরোপুরি মোছেনি। বরং ২০১৪ সালে পশ্চিমবঙ্গের শিল্পায়নে খামতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন টাটা। এখন সেই টাটা গোষ্ঠীর তরফ থেকেই রাজ্যে উন্নয়নের প্রকল্পে শামিল হওয়ার আগ্রহ তাই ভোট-প্রচারে তৃণমূলের অস্ত্র হওয়ার সম্ভাবনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mamata banerjee TATA Tata Group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE