বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তরের চার জেলায়। এমনকি, দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে হতে পারে তুষারপাতও। শীতের বিদায়পর্বে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
গত সপ্তাহে অল্পবিস্তর ঝড়বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই মেঘ কেটে গিয়ে দেখা মিলেছে ঝলমলে রোদের। আপাতত রাজ্যে তেমন কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার। ওই দিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও সামান্য বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
দক্ষিণবঙ্গেও উপকূলীয় জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, ২ মার্চ উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। এ ছাড়া, অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলেও।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২০.৬ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। আলিপুর জানিয়েছে, আগামী তিন দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পর থেকে তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। এমনকি, সপ্তাহান্তে অর্থাৎ মার্চ মাসের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে অনুমান আবহবিদদের!