কিশোরকে টাকা ও মোবাইল চুরির সন্দেহে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে ধৃত তিন জনের সোমবার ফের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারক। রবীন্দ্রনগর থানা এলাকার ওই ঘটনায় ৮ জুন মুম্বই থেকে শাহেনশাহ আলম, তার ভাই ফিরোজ এবং আমিরুল মোহাম্মদকে গ্রেফতার করে আনা হয়েছিল। কোর্টের নির্দেশে তাদের হেফাজতে পেয়েছিল পুলিশ। তবে ঘটনার পর থেকেই নির্যাতিত কিশোর নিখোঁজ।
এ দিন সরকারি কৌঁসুলি কোর্টে জানান, ধৃতদের জেরা করে নিখোঁজ কিশোরের সন্ধান চলছে। বর্তমানে তাকে খুঁজে বার করাই তদন্তকারীদের প্রধান উদ্দেশ্য। ধৃতেরা তদন্তে সহযোগিতা করছে না বলেও জানান তিনি। তাই জেরার জন্য তাদের ফের হেফাজতে চান সরকারি কৌঁসুলি। তিনি বলেন, “সিআইডি, রাজ্য ও কলকাতা পুলিশের সব থানায় নিখোঁজ কিশোরের ছবি ও পোস্টার পাঠানো হয়েছে। সরকারি হাসপাতালেও ছবি পাঠানো হয়েছে।”
পুলিশ সূত্রের দাবি, মারধর করার পরে ওই কিশোর পালিয়ে গিয়েছে বলে দাবি করেছে অভিযুক্তেরা। ভিডিয়োয় দেখা গিয়েছে যে মারধরের চোটে কিশোর অসুস্থ হয়ে পড়েছিল। তাই বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হচ্ছে। রবীন্দ্রনগর এলাকার বিভিন্ন খাল, পুকুরেও তল্লাশি করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)