বিধানসভা নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই রাজ্যে ফের বাম দলগুলিকে এক মঞ্চে নিয়ে এল সিপিআই (এম-এল) লিবারেশন। নৈহাটিতে লিবারেশনের ১৩তম রাজ্য সম্মেলনের সূচনায় মঙ্গলবার ‘বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনা-সভায় বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। সেই সঙ্গেই ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের তিন রাজ্য সম্পাদক যথাক্রমে স্বপন বন্দ্যোপাধ্যায়, তপন হোড়, নরেন চট্টোপাধ্যায়, এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য প্রমুখ। তাঁদের মতে, দেশের পুনর্জাগরণ ঘটাতে গেলে বাংলায় বামপন্থার পুনরুত্থান জরুরি এবং তার জন্য বাম শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)