Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Mid Day Meal

মিড-ডে মিলের সঙ্গে বই বিতরণের ভাবনা

রাজ্য পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, বাংলা ও ইংরেজি বই কলকাতার সরস্বতী প্রেসে ছাপিয়ে জেলার ডিপিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২০ ০৪:৪৭
Share: Save:

জুলাইয়ের জন্য পড়ুয়াদের মিড-ডে মিল বিলির সময় দ্বাদশ শ্রেণির বাংলা ও ইংরেজি বই বিতরণ করার পরিকল্পনা করেছে শিক্ষা দফতর।

একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা ও ইংরেজি বই বিনামূল্যে দেয় সরকার। অভিভাবকদের একাংশের অভিযোগ, পড়ুয়ারা দ্বাদশ শ্রেণিতে উঠে গেলেও বাংলা ও ইংরেজি বই এখনও তাদের হাতে আসেনি। বাংলা ও ইংরেজি ছাড়া অন্যান্য বই বাজার থেকে কিনতে হয়। চলতি মাসে ‘আনলক ১’-এর পরে বইয়ের দোকান খোলায় অনেক পড়ুয়া বাংলা ও ইংরেজি বাদে অন্য বই কিনে নিয়েছে। পড়ুয়াদের হাতে নেই শুধু বাংলা এবং ইংরেজি বই। অভিভাবক ও পড়ুয়াদের প্রশ্ন, এই দু’টি বই কবে দেওয়া হবে? অনলাইন ক্লাসে এই দু’টি বিষয় পড়ানো হচ্ছে। বই হাতে না-থাকায় ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে।

রাজ্য পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, বাংলা ও ইংরেজি বই কলকাতার সরস্বতী প্রেসে ছাপিয়ে জেলার ডিপিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া শেষ করে দেওয়া হয়েছে মাসখানেক আগেই। ডিপিও অফিস থেকে বইগুলো স্কুলে নিয়ে গিয়ে পড়ুয়াদের বিতরণ করার কথা প্রধান শিক্ষক-শিক্ষিকাদের।

কিন্তু এখনও সেই প্রক্রিয়া সম্পন্ন হল না কেন? শিক্ষকদের একাংশের বক্তব্য, লকডাউনে স্কুল বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের স্কুলে আসতে হয়নি। তাই তাদের বই দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায়নি।

প্রশ্ন উঠছে, মিড-ডে মিল তো দেওয়া হয় অষ্টম শ্রেণি পর্যন্ত। একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের তা দেওয়া হয় না। তা হলে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বাংলা ও ইংরেজির বই পাবে কী ভাবে? শিক্ষা দফতর সূত্রে বলা হচ্ছে, জুলাইয়ের জন্য অষ্টম শ্রেণির জন্য যখন মিড-ডে মিল দেওয়া হবে, তখন দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অভিভাবকদের ডেকে ওই দু’টি বই দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mid Day Meal Unlock 1.0
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE