Advertisement
০৫ মে ২০২৪

মাদ্রাসায় বাড়ল পাশের হার

পাশের হার বাড়ল মাদ্রাসার পরীক্ষায়। মঙ্গলবার এ বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল বেরিয়েছে। হাই মাদ্রাসা (দশম শ্রেণি) পরীক্ষায় পাশ করেছেন ৭৮% পড়ুয়া। গত বার এই হার ছিল ৭৭.৮৬%। আলিম (দশম শ্রেণির যে পরীক্ষায় ধর্মশাস্ত্রের পত্র থাকে) ও ফাজিল (দ্বাদশ শ্রেণি)— দু’টিতেই পাশের হার ৭৮.০৬%। গত বার আলিমে ও ফাজিলে পাশের হার ছিল ৭৭.৫০% ও ৭৪.৫০%।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০৩:২৯
Share: Save:

পাশের হার বাড়ল মাদ্রাসার পরীক্ষায়। মঙ্গলবার এ বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল বেরিয়েছে। হাই মাদ্রাসা (দশম শ্রেণি) পরীক্ষায় পাশ করেছেন ৭৮% পড়ুয়া। গত বার এই হার ছিল ৭৭.৮৬%। আলিম (দশম শ্রেণির যে পরীক্ষায় ধর্মশাস্ত্রের পত্র থাকে) ও ফাজিল (দ্বাদশ শ্রেণি)— দু’টিতেই পাশের হার ৭৮.০৬%। গত বার আলিমে ও ফাজিলে পাশের হার ছিল ৭৭.৫০% ও ৭৪.৫০%।

তবে সব ক’টিতেই পাশের হারে ছাত্রদের তুলনায় পিছিয়ে ছাত্রীরা। ১২ হাজার ৭২৯ জন ছাত্র ও ২৭ হাজার ৯১৩ জন ছাত্রী হাই মাদ্রাসা পরীক্ষায় বসলেও ছাত্রদের পাশের হার যেখানে ৮৫.৩০%, সেখানে ৭৪.৬৬% ছাত্রী এই পরীক্ষায় পাশ করেছেন। আলিমে বসেছিলেন ৩১৩৭ জন ছাত্র ও ৩২৯৬ জন ছাত্রী। ছাত্রদের পাশের হার ৮৮.৭৪%, ছাত্রীদের ৬৮.২০%। ফাজিল পরীক্ষা দেন ২১৮৯ ছাত্র ও ১২৯৭ ছাত্রী। পাশ করেছেন ৮৭.১১% ছাত্র ও ৬৪.২২% ছাত্রী।

এ দিনই মাদ্রাসাগুলিকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হয়েছে। পর্ষদ জানিয়েছে, যে সব বহিরাগত প্রার্থী আগামী বছরের পরীক্ষায় বসতে চান, তাঁদের কোয়ালিফায়িং টেস্ট শুরু হবে ১০ অগস্ট থেকে। এতে বসার জন্য আবেদনপত্র সংগ্রহ করা যাবে ২৫ মে থেকে ২০ জুনের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madrasa student examination high madrasa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE