রাজ্য জুড়ে যখন বাংলা মাধ্যম স্কুলগুলিতে কমছে পড়ুয়ার সংখ্যা, তখন তথ্যে উঠে এল, খাস কলকাতায় ৭৫ বছরের পুরনো একটি বাংলা মাধ্যম স্কুলে ক্রমেই বাড়ছে ছাত্রীদের সংখ্যা। ৭৫ বছরে পা দেওয়া যাদবপুর আদর্শ বালিকা শিক্ষায়তন সম্পর্কে এমন তথ্যই দিলেন প্রধান শিক্ষিকা শাশ্বতী গোস্বামী মৈত্র।
দেশভাগের পরে যাদবপুর অঞ্চলে গড়ে উঠেছিল এই স্কুল। মূলত শরণার্থী পড়ুয়াদের এই স্কুলকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা ছিল তৎকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ত্রিগুণা সেন ও প্রথম প্রধান শিক্ষিকা প্রিয়বালা দত্তর। এখানে শিক্ষকতা করেন স্বাধীনতা সংগ্রামী বীণা দাসও।
শনিবার নজরুল মঞ্চে এই স্কুলের ৭৫ বর্ষ উদ্যাপন অনুষ্ঠানে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, ম্যাকাউটের প্রাক্তন উপাচার্য সৈকত মৈত্র প্রমুখ। স্বাধীনতার পরে যাদবপুর অঞ্চলে শিক্ষার প্রসারে এই স্কুলের ভূমিকা ব্যাখ্যা করে তিন বক্তা বাংলা মাধ্যমে পড়েও যে সফল হওয়া যায়, তা নিয়ে বক্তব্য রাখেন। বোঝান, নতুন নতুন বিষয় পড়ার সুফল। পড়াশোনা যাতে বাস্তব জগতে প্রয়োগ করা যায়, তার উপরে জোর দেন অনুষ্ঠানের আর এক বক্তা, বিধায়ক দেবব্রত মজুমদার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)